দুবাইয়ের সংস্থা মুরারি লাল জালান এবং লন্ডনের কালরক ক্যাপিটালের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ বছর ধরে জেট এয়ারওয়েজের এক গৌরবময় ইতিহাস রয়েছে। কনসর্টিয়ামের লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব আবারও জেট এয়ারওয়েজকে আকাশে ফিরিয়ে আনা।’’
একসময়ে দেশের অন্যতম বড় উড়ান সংস্থা যে এভাবে আচমকাই নিজেদের দেউলিয়া ঘোষণা করে পরিষেবা বন্ধ করে দেবে, তা হয়তো অনেকেই ভাবেননি ৷ সংস্থার প্রচুর কর্মীরাই বহু দিন চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন ৷ জেট এয়ারওয়েজের যাত্রা ফের শুরু হোক, সেটাই চান প্রত্যেকেই ৷ প্রায় ৪৫ হাজার কোটি টাকার ঋণের দায়ে দেউলিয়া হয়ে ২০১৯ সালের ১৭ এপ্রিল বন্ধ করে দিতে হয় উড়ান। আপাতত যা ঠিক হয়েছে, তাতে জেট এয়ারওয়েজের উড়ান পুনরায় চালু হলে ব্র্যান্ড ইমেজের কথা মাথায় রেখে সংস্থার পুরনো নামই রাখা হবে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2020 4:31 PM IST