দিল্লি থেকে মুম্বই পর্যন্ত উড়ান দিয়েই দেশে পুনরায় পরিষেবা চালু করতে চলেছে জেট এয়ারওয়েজ ৷ সোমবার জালান কালরকের (Jalan Kalrock Consortium) লিড মেম্বার মুরারিলাল জালান একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘ জেট এয়ারওয়েজ ২.০ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই ডোমেস্টিক উড়ান পরিষেবা শুরু করতে চলেছে ৷ ’’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, কোনও বিমানসংস্থা বসে যাওয়ার দু’বছরের মধ্যে ফের ঘুরে দাঁড়ানোর ঘটনা এভিয়েশনের ইতিহাসে প্রথম ৷ তবে এবার আর মুম্বই নয়, সংস্থার হাব এবং প্রধান দফতর হবে দিল্লি ৷
advertisement
আরও পড়ুন- ২২টি পদের জন্য নিয়োগ করবে AIIMS, জানুন বিশদে!
জেট এয়ারওয়েজকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে জালান কালরকের (Jalan Kalrock Consortium) ৷ আগামী তিন বছরের মধ্যে অন্তত ৫০টি এবং পাঁচ বছরের মধ্যে অন্তত ১০০টি বিমান জেট এয়ারওয়েজের ফ্লিটের (Fleet) তালিকায় অন্তর্ভূক্ত করতে বদ্ধপরিকর সংস্থা ৷ জেট এয়ারওয়েজ যাত্রীদের কাছেও বরাবরই অত্যন্ত জনপ্রিয় ছিল ৷ তাই আগামী বছর জেটের ফের আকাশে ফেরার খবরে খুশি প্রত্যেকেই ৷ সংস্থার অন্তর্বর্তী সিইও ক্যাপ্টেন সুধীর গৌর বলেন, ইতিমধ্যেই ১৫০ জন ফুলটাইম কর্মী নিয়োগ করা হয়েছে ৷ পরিষেবা শুরুর আগে অর্থাৎ চলতি অর্থবর্ষেই আরও অন্তত ১৫০০ জনকে নিয়োগ করা হবে ৷