বিনামূল্যে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা
ব্যাঙ্কের তরফে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের PNB Rupay Jandhan Card এর সুবিধা দেওয়া হয় ৷ এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা কভারের সুবিধা পেয়ে থাকেন ৷ শুধু তাই নয়, অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পাশাপাশি রুপে কার্ডের মাধ্যমে (Rupay Card) শপিংও করতে পারবেন ৷
advertisement
PMJJBY মাত্র ৩০ টাকা বার্ষিক প্রিমিয়ামে মিলবে ২ লক্ষ টাকার সুবিধা
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় (PMJJBY) বছরে ৩৩০ টাকা প্রিমিয়াম দিতে হয় ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইসিএম-এর মাধ্যমে এই টাকা কাটা হয়ে থাকে ৷ এই যোজনায় লাইফ কভার দেওয়া হয়ে থাকে ৷ যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে ৷
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana PMSBY) অত্যন্ত সামান্য প্রিমিয়ামে জীবন বিমার সুবিধা দিয়ে থাকে ৷ কেন্দ্র সরকারের PMSBY এমন একটি স্কিম যেখানে বছরে মাত্র ১২ টাকা প্রিমিয়াম দিয়ে পলিসি হোল্ডাররা ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার পেয়ে থাকেন ৷
অটল পেনশন যোজনা
কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana) কম ইনভেস্ট করে পেয়ে যেতে পারে গ্যারেন্টিড পেনশন ৷ এই যোজনায় সরকার ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত মাসে পেনশন দিয়ে থাকে ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের ব্যক্তিরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন ৷