TRENDING:

ট্যুইটারের সিইও পদ থেকে ইস্তফা? সোশ্যাল মিডিয়ায় এলন মাস্কের বিবৃতি ঘিরে জল্পনা!

Last Updated:

মাস্কের এ হেন ট্যুইট বাণিজ্যিক এবং ভক্তমহলে বেশ জলঘোলা করার মতো পরিস্থিতি তৈরি করেছে বইকি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: "সিইও পদ থেকে তাড়াতাড়িই ইস্তফা দিচ্ছি, যতক্ষণ অব্দি না আরেকজন মূর্খ খুঁজে বের করতে পারছি, যে কাজের দায়িত্ব সামলাবে! এর পর, আমি শুধুই সফটওয়্যার আর সার্ভার টিম দেখব"।
advertisement

https://twitter.com/elonmusk/status/1605372724800393216?s=20&t=S1jDbTYmh4oWK17KPO1DeQ

উপরের কথাগুলো এলন মাস্কের বলে যদি সন্দেহ হয় কারও, তাহলে তাঁর জন্য রইল এই ট্যুইট! যা ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে যখন সকাল ৬টা বেজে ৫০ মিনিট, ঠিক তখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছেড়েছেন ট্যুইটার-কর্তা। আণবিক বিস্ফোরণ হলেও বোধহয় এতটা হইচই হত না। কিন্তু মাস্কের এ হেন ট্যুইট বাণিজ্যিক এবং ভক্তমহলে বেশ জলঘোলা করার মতো পরিস্থিতি তৈরি করেছে বইকি!

advertisement

আরও পড়ুন: ভুল UPI আইডি-তে টাকা পাঠিয়ে ফেলেছেন? চিন্তা নেই! ঠান্ডা মাথায় শুধু এই কাজগুলি করতে হবে!

অবশ্য, ভক্তের সংখ্যা তাঁর এখন হালে কতটা টিকে আছে, তা বলা মুশকিল। এই প্রশ্ন উঠছে সাম্প্রতিক এক ট্যুইটার ভোটের নিরিখে, যা নিজেই লঞ্চ করেছিলেন এলন মাস্ক রবিবার। সেই ট্যুইট পোলে তিনি অনুরাগী এবং অন্য ইউজারদের কাছ থেকে জানতে চেয়েছিলেন শুধু একটাই প্রশ্নের উত্তর- তাঁর কি ট্যুইটারের সিইও হিসেবে চেয়ার আঁকড়ে থাকা উচিত?

advertisement

রবিবার সন্ধ্যায় লঞ্চ হওয়া সেই ভোট মাস্কের পক্ষে যায়নি। বেশিরভাগ ইউজার নির্দ্বিধায় জানিয়েছেন- মাস্কের ট্যুইটারের সিইও পদ থেকে সরে আসাই উচিত হবে!

আরও পড়ুন: Punjab National Bank: PNB গ্রাহকদের জন্য বাম্পার খবর! ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি ব্যাঙ্কের, সরাসরি উপকৃত লক্ষ লক্ষ মানুষ

এ কি তাহলে অভিমান?

বাণিজ্যিক দুনিয়ার অন্যতম হর্তাকর্তা নিছক অভিমানের বশে এমন একটা সিদ্ধান্ত নেবেন, এ মনে করার কোও কারণ নেই। অনেকে প্রশ্ন তুলতেই পারেন যে তাহলে এত কাণ্ড করে ট্যুইটারের মালিকানা নেওয়ার মানেটা কী! তার উত্তর লুকিয়ে আছে মাস্কের ট্যুইটের স্রেফ একটা শব্দে- 'মূর্খ'!

advertisement

সংস্থার মালিকানা নেওয়াটা মাস্কের কাছে অনেকটা হয়ে দাঁড়িয়েছিল ইগো-র ব্যাপার! সে ব্যাপার মিটেছে, সংস্থা তাঁরই, অতএব, এখন আর তার চেয়ার আঁকড়ে না থাকলেও চলে। বিশেষ করে ওয়াল স্ট্রিট যখন লাল আলোর সংকেত দিচ্ছে টেসলা-র ক্ষেত্রে। বলছে যে মাস্ক যদি ট্যুইটার নিয়ে মেতে থাকেন, তাহলে টেসলা-র শেয়ার নিচে নামতে বেশি সময় লাগবে না। হাজার হোক, তিনিই ওই বৈদ্যুতিন গাড়ি সংস্থার প্রধান ডিজাইার এবং ইঞ্জিনিয়ার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এবার শুধু দেখার কে ট্যুইটারের সিইও-র চেয়ারে বসেন!

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্যুইটারের সিইও পদ থেকে ইস্তফা? সোশ্যাল মিডিয়ায় এলন মাস্কের বিবৃতি ঘিরে জল্পনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল