এদিন শেয়ার বাজার খুলতেই দেশের পাঁচটি বড় ব্যাঙ্ক (এসবিআই,পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারের দাম ২০ শতাংশ বেড়ে গিয়েছে ৷ এর জেরে এই ব্যাঙ্কগুলির মার্কেট ক্যাপ ৩,১৭,৬৪০ থেকে বেড়ে ৩,৮৬,৫২০ কোটি টাকা হয়ে গিয়েছে ৷ অথার্ৎ বিনিয়োগকারীদের ৬৮৮৮০ কোটি টাকা লাভ হয়েছে ৷
নয়া রেকর্ড গড়ে এই প্রথম ৩৩ হাজারের গন্ডি পেরল সেনসেক্স। বুধবার সকালে সেনসেক্সের পাশাপাশি নজির গড়ল নিফ্টিও। অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে চলতি এবং আগামী অর্থবর্ষ মিলিয়ে মোট ২.১১ লক্ষ কোটি টাকা শেয়ার মূলধন জোগানোর কথা ঘোষণা করে কেন্দ্র। মঙ্গলবার ওই ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছিলেন, ২.১১ লক্ষ কোটির মধ্যে ১.৩৫ লক্ষ কোটি টাকা আসবে বাজারে বন্ড বেচে। বাকি ৭৬ হাজার কোটি আসবে বাজেট বরাদ্দ থেকে।
advertisement
অর্থমন্ত্রীর ঘোষণার পর এ দিন সকাল থেকেই তার প্রভাব পড়ে শেয়ার বাজারে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারে ব্যাপক মাত্রায় বৃদ্ধি হয়। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-র শেয়ারে ২০ শতাংশ এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর শেয়ারে ৩৩ শতাংশ বৃদ্ধি দেখা যায়।