ফিনান্সিয়াল এডুকেটর এবং ফিনসেফ ইন্ডিয়ার ডিরেক্টর মৃন আগরওয়াল ৪টি বিনিয়োগ বিকল্পের সন্ধান দিয়েছেন। তাঁর মতে, বিনিয়োগকারীরা বিশেষ করে মহিলা বিনিয়োগকারীরা চোখ বন্ধ করে এখানে টাকা রাখতে পারেন। সিএনবিসি-টিভি১৮-এর ‘স্পেশাল স্মার্ট মানি’ কনক্লেভে মৃন আগরওয়াল জানান, তিনি ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, সভেরিন গোল্ড বন্ড এবং ন্যাশনাল পেনশন স্কিমে – এই চারটি মাধ্যমকে শীর্ষ বিনিয়োগ বিকল্প হিসেবে সুপারিশ করেন। তাঁর মতে, বিনিয়োগের ক্ষেত্রে পুরুষের সঙ্গে সমানে পাল্লা দেয় মহিলারাও। টাকা হারানোর ভয় এবং আর্থিক নিরাপত্তা – এই দুটি বিষয়ই মহিলাদের ‘সেফ ইনভেস্টর’ করে তোলে।
advertisement
আরও পড়ুনঃ গরমের প্রভাবে কোপ চায়ের কাপেও! কমবে দার্জিলিং ফার্স্ট ফ্লাশের ফলন!
মৃন বলেন, ‘ইদানীং মহিলারা ইক্যুইটিতে বিনিয়োগ নিয়ে বিশেষ আগ্রহী। কোন ধরনের ইক্যুইটিতে বিনিয়োগ করা উচিত, সেই নিয়ে অনেক মহিলাই আমাকে প্রশ্ন করেন। এটা ভাল খবর’। প্রথাগত বিনিয়োগ মহিলাদের জন্য খুব একটা উপযুক্ত নয় বলেই তাঁর বিশ্বাস। যেমন ভোউত সোনা কেনা কিংবা বিমা স্কিম। মৃনের মতে, এই ধরনের বিনিয়োগে রিটার্ন খুব একটা পাওয়া যায় না। তাছাড়া মুদ্রাস্ফীতির সঙ্গেও পাল্লা দিতে পারে না। তাই দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টি করতে চাইলে এই ধরনের বিনিয়োগ বিকল্প কোনও কাজে আসবে না।
‘কোথাও বিনিয়োগ করলে প্রথমেই দেখতে হবে সেটা মুদ্রাস্ফীতির হারের সঙ্গে পাল্লা দিতে পারছে কি না। যদি না পারে তাহলে সেখানে বিনিয়োগ করার কোনও অর্থ হয় না। কারণ টাকা বাড়ছে না’। সাফ কথা মৃনের। খোলাখুলি বললেন, ‘আমি বিমা প্রকল্পগুলোর বিরুদ্ধে। কারণ এগুলো মুদ্রাস্ফীতিকে হারাতে পারে না। ফিক্সড ডিপোজিট এবং সোনা – তবু চলনসই’।
তবে মহিলাদের মিচুয়াল ফান্ডে বিনিয়োগই সবচেয়ে ভাল বলে মনে করেন মৃন আগরওয়াল। তাঁর পরামর্শ, ‘মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে মহিলারা দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে পারেন। এতে আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হবে পাশাপাশি আর্থিক লক্ষ্য অর্জন করাও সহজ হয়ে যাবে’।