TRENDING:

Investment: অবসরকালীন বিনিয়োগ মানেই পিপিএফ নয়, এখানে টাকা রাখলে বেশি সুদের সঙ্গে বেশি রিটার্নও মিলবে!

Last Updated:

Investment: যেখানে বিনিয়োগ করে ভাল রিটার্ন তো মিলবেই, আইটি আইনের ৮০সি ধারার অধীনে ট্যাক্স ছাড়ও পাওয়া যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কর বাঁচাতে প্রায়শই বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হয়। বিমা কিনে সরকারি সঞ্চয় প্রকল্পে অর্থ বিনিয়োগ অন্যতম। এর মধ্যে পিপিএফ এবং ৫ বছরের ট্যাক্স সেভার এফডি সবচেয়ে পছন্দের সবার। তবে এই দুটির থেকেও ভালোএকটি বিনিয়োগ বিকল্প রয়েছে। যেখানে বিনিয়োগ করে ভাল রিটার্ন তো মিলবেই, আইটি আইনের ৮০সি ধারার অধীনে ট্যাক্স ছাড়ও পাওয়া যাবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড বা ভিপিএফের কথাই বলা হচ্ছে। এটা ইপিএফের থেকে সম্পূর্ণ আলাদা। বেতনভোগী কর্মচারিদের ইপিএফে টাকা জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু নাম দেখেই বোঝা যাচ্ছে, ভিপিএফ পুরোপুরি স্বেচ্ছা সঞ্চয় প্রকল্প। এখানে দেখে নেওয়া যাক ভিপিএফ-এর রিটার্ন কীভাবে দুটো প্রকল্পের চেয়েও ভাল।

আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে বিরাট অভিযোগ শুভেন্দুর, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে সিবিআই তদন্তের আর্জি

advertisement

কোথা থেকে কত লাভ: বর্তমানে পিপিএফ-এ প্রায় ৭.৫ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে। এর জন্য ১৫ বছরের একটি বাধ্যতামূলক লক-ইন পিরিয়ডও রয়েছে। একই সময়ে, ট্যাক্স সেভার এফডি-তে লক-ইন পিরিয়ড মাত্র ৫ বছর কিন্তু রিটার্ন মাত্র ৬ শতাংশ। যেখানে, ভিপিএফ-এ কম লক-ইন এবং উচ্চ রিটার্ন উভয়ই পাওয়া যাচ্ছে। এখানে ৫ বছরের লক-ইন-এ ৮.১ শতাংশ রিটার্ন মিলছে।

advertisement

ট্যাক্স সঞ্চয়: পিপিএফ-এ অর্জিত সুদের উপর কর দিতে হয় না। এফডি থেকে যে সুদ পাওয়া যায় তা অ্যাকাউন্টধারীর ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর দিতে হয়। ভিপিএফ-এর সুদের উপরও কর আরোপ করা হয়। যাই হোক, ইপিএফ এবং ভিপিএফ সহ বার্ষিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে অর্জিত সুদ করমুক্ত।

আরও পড়ুন: RBI-এর এই সিদ্ধান্তে ডিজিটাল লেনদেন হবে আরও সুরক্ষিত, সুবিধা নিন আপনিও!

advertisement

অকাল প্রত্যাহারের সুবিধা: পিপিএফ এবং ভিপিএফ উভয় ক্ষেত্রেই অকাল প্রত্যাহারের সুবিধা পাওয়া যায়। তবে পিপিএফের জন্য ৫ বছর অপেক্ষা করতে হবে। সেখানে ভিপিএফের ক্ষেত্রে এমন কোনও সময়সীমা নেই। যে কোনও সময় ভিপিএফ থেকে টাকা তোলা যায়। ট্যাক্স সেভার এফডি থেকেও অকাল প্রত্যাহারের সুবিধা মেলে না।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

কোথায় সতর্কতা অবলম্বন করতে হবে: রিটার্ন দেওয়ার পাশাপাশি ট্যাক্স বাঁচাতে ভিপিএফ একটি ভাল স্কিম। যদি ইপিএফ এবং ভিপিএফ-এ সম্মিলিত বিনিয়োগ ২.৫ লক্ষ টাকার বেশি না হয়, তাহলে এতে টাকা রাখা উচিত। অন্যথায় যে রিটার্ন মিলবে তার উপর ট্যাক্স দিতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment: অবসরকালীন বিনিয়োগ মানেই পিপিএফ নয়, এখানে টাকা রাখলে বেশি সুদের সঙ্গে বেশি রিটার্নও মিলবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল