TRENDING:

LIC-র এই স্কিমে ২৯ টাকা করে ইনভেস্ট করে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে....

Last Updated:

এই প্ল্যানে ৮ থেকে ৫৫ বছরের মহিলারা ইনভেস্ট করতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের এই স্কিমে কম টাকা ইনভেস্ট করে পেয়ে যেতে পারেন মোটা রিটার্ন ৷ স্কিমের নাম LIC আধারশিলা প্ল্যান (LIC Aadhaar Shila)৷ এলআইসি-র তরফে মহিলাদের আত্মনির্ভর করার জন্য এই প্ল্যানটি বানানো হয়েছে ৷ LIC-এর এই স্কিমে ৮ থেকে ৫৫ বছরের মহিলারা ইনভেস্ট করতে পারবেন ৷
advertisement

LIC Aadhaar Shila স্কিমে সিকিউরিটি এবং সেভিংস দুই সুবিধা মিলবে ৷ এই স্কিমের সুবিধা কেবল সেই মহিলারা পাবেন যাঁদের আধার কার্ড রয়েছে ৷ এলআইসি-র এই প্ল্যান পলিসিহোল্ডার ও তাঁদের মৃত্যুর পর পরিবারকে আর্থিক সাহায্য করে থাকে ৷ ম্যাচিউরিটিতে পলিসি হোল্ডার টাকা পেয়ে থাকেন ৷

এই LIC Aadhaar Shila স্কিমে বেসিক সাম অ্যাসিউর্ড ন্যূনতম ৭৫০০০ টাকা ও অধিকতম ৩ লক্ষ টাকা হয় ৷ পলিসির সময় ন্যূনতম ১০ বছর এবং অধিকতম ২০ বছরের হয় ৷ এই প্ল্যানে ৮ থেকে ৫৫ বছরের মহিলারা ইনভেস্ট করতে পারবেন ৷ ম্যাচিউরিটির সময় অধিকতম বয়স ৭০ বছর হতে পারে ৷ প্ল্যানের প্রিমিয়াম মাসে, ত্রৈমাসিক, ছ’মাসে বা বছরের হিসেবে পেমেন্ট করা যেতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ধরুন আপনার বয়স ৩১ বছর এবং আপনি ২০ বছরের জন্য প্রতিদিন ২৯ টাকা এই স্কিমে জমা করেছেন ৷ তাহলে বছরে ১০৯৫৯ টাকা হয় ৷ এখানে ৪.৫ শতাংশ সুদ মিলবে ৷ আগামী বছর ১০৭২৩ টাকা দিতে হবে ৷ এই হিসেবে ২০ বছরে ২১৪৬৯৬ টাকা জমা করবেন ৷ এবং ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৩,৯৭,০০০ টাকা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই স্কিমে ২৯ টাকা করে ইনভেস্ট করে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল