অটল পেনশন যোজনায় অ্যাকাউন্টে রিটায়েরমেন্টের পর প্রতি মাসে ১ থেকে ৫ হাজার টাকা পেনশন চলে আসবে ৷ সরকার প্রতি ৬ মাসে মাত্র ১২৩৯ টাকা ইনভেস্ট করলে ৬০ বছর বয়সের পর আজীবন ৫০০০ টাকা মাসে অর্থাৎ বছরে ৬০,০০০ টাকা গ্যারেন্টিড পেনশন দিচ্ছে ৷
বর্তমান নিয়ম অনুযায়ী, যদি কেউ ১৮ বছর বয়সে এই যোজনার সঙ্গে যুক্ত হয় এবং মাসে ৫০০০ টাকা পেনশন পেতে চান তাহলে মাসে ২১০ টাকা করে দিতে হবে ৷ ৩ মাসে এই টাকা দিতে চাইলে ৬২৬ টাকা দিতে হবে, ৬ মাসে ১২৩৯ টাকা ৷ মাসে ১০০০ টাকা পেনশন পেতে হলে আর ১৮ বছরে ইনভেস্টমেন্ট শুরু করলে মাসে ৪২ টাকা দিতে হবে ৷
advertisement
৩৫ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে এবং ৫০০০ টাকা পেনশনের জন্য আবেদন করলে ২৫ বছর পর্যন্ত প্রতি ৬ মাসে ৫৩২৩ টাকা জমা করতে হবে ৷ এই হিসেব অনুযায়ী, আপনাকে মোট ২.৬৬ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ৬০ বছর পর আপনি মাসে ৫০০০ টাকা পেনশন পেয়ে যাবেন ৷ অথচ আপনি ১৮ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে আপনাকে মাত্র ১.০৪ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ আয়কর সেকশন 80CCD অনুযায়ী আপনি এর জন্য ট্যাক্স ছাড় পেয়ে যাবেন ৷