TRENDING:

পোস্ট অফিসের এই ৮টি স্কিমে টাকা হবে দ্বিগুণ, দেখে নিন কোন স্কিমে কত দিনের জন্য রাখতে হবে টাকা

Last Updated:

আপনিও কী আপনার টাকা ডবল করতে চান ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইনভেস্টমেন্টের জন্য পোস্ট অফিস (Post Office) এখন সবচেয়ে সুরক্ষিত অপশন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে যেখানে সহজেই কয়েক বছরে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে ৷ আপনিও কী আপনার টাকা ডবল করতে চান ? পোস্ট অফিসের এরকম ৮টি যোজনা রয়েছে যেখানে আপনার টাকা শীগ্রই দ্বিগুণ হয়ে যাবে ৷
advertisement

এই ৮টি স্কিমের মধ্যে রয়েছে পোস্ট অফিস টাইম ডিপোজিট, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা ও পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সামিল রয়েছে ৷ দেখে নিন এই স্কিমগুলিতে আপনার টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে ৷

advertisement

১. পোস্ট অফিস টাইম ডিপোজিট- টাকা ডবল করার জন্য পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম সবচেয়ে ভাল ৷ ১ থেকে ৩ বছরের জন্য টাইম ডিপোজিটে ৫.৫ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷ এখানে ইনভেস্ট করলে আপনার টাকা প্রায় ১৩ বছরে দ্বিগুণ হয়ে যাবে ৷ ৫ বছরের টাইম ডিপোজিটে ৬.৭ শতাংশ সুদ মিলবে আর এখানে টাকা প্রায় ১০.৭৫ বছরে দ্বিগুণ হয়ে যাবে ৷

advertisement

২. পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট- পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে টাকা ডবল হতে প্রায় ১৮ বছর সময় লাগবে ৷ এই স্কিমে সবচেয়ে বেশি সময় লাগে কারণ এখানে সুদের হারও অনেকটাই কম ৷ গ্রাহকদের বর্তমানে এই স্কিমে ৪ শতাংশ সুদ মিলছে ৷

৩. পোস্ট অফিস রেকারিং ডিপোজিট- পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে (Post office Recurring Deposit) টাকা প্রায় ১২.৪১ বছরে ডবল হয়ে যাবে ৷ এখানে ৫.৮ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷

advertisement

৪. পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম- এই স্কিমে আপনার টাকা প্রায় ১০.৯১ বছরে দ্বিগুণ হয়ে যাবে ৷ এখানে ৬.৬ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷

৫. পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম- পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (Senior Citizen Savings Scheme) প্রায় ৯.৭৩ বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে ৷ এখানে ৭.৪ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷

advertisement

৬. পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড- পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) ১৫ বছরের ইনভেস্টমেন্টে ৭.১ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷ এখানে টাকা ডবল হতে প্রায় ১০.১৪ বছর সময় লাগবে ৷

৭. পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা - পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনায় সবচেয়ে বেশি সুদ পাওয়া যায় ৷ বর্তমানে এই স্কিমে ৭.৬ শতাংশ সুদ মিলছে ৷ এই স্কিমে টাকা ডবল হতে প্রায় ৯.৪৭ বছর সময় লাগবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৮. পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (National saving certificate) ৬.৮ শতাংশ সুদ মিলছে ৷ এই যোজনায় প্রায় ১০.৫৯ বছরে টাকা ডবল হয়ে যাবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই ৮টি স্কিমে টাকা হবে দ্বিগুণ, দেখে নিন কোন স্কিমে কত দিনের জন্য রাখতে হবে টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল