কী এই অটল পেনশন যোজনা ? এই স্কিমে কত টাকা ইনভেস্ট করতে হবে তা নির্ভর করবে আপনার বয়সের উপরে ৷ এই স্কিমে ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ এবং অধিকতম ৫০০০ টাকা পেনশন পেতে পারেন মাস ৷ এই স্কিমে রেজিস্ট্রেশন করানোর জন্য সেভিংস অ্যাকাউন্ট, আধার নম্বর ও একটি মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক ৷
advertisement
যত কম বয়সে এই যোজনার সঙ্গে যুক্ত হবেন তত বেশি লাভবান হবেন ৷ যদি কোনও ব্যক্তি ১৮ বছর বয়সে এই যোজনায় ইনভেস্ট করা শুরু করেন এবং ৬০ বছর বয়সের পর ৫০০০ টাকা পেনশন পেতে চান তাহলে মাসে ২১০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ অর্থাৎ এই যোজনায় প্রতিদিন ৭টাকা করে জমা করে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা ৷ মাসে ১০০০ টাকা পেনশনের জন্য কেবল ৪২ টাকা জমা করতে হবে মাসে ৷ ২০০০ টাকার জন্য ৮৪ টাকা, ৩০০০ টাকার জন্য ১২৬ টাকা এবং ৪০০০ টাকার জন্য ১৬৮ টাকা ৷
এই যোজনায় ইনভেস্ট করলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ৮০সি অনুযায়ী, ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন ৷ এই যোজনায় সাবস্ক্রাইবারের মৃত্যু হলে তাঁর স্ত্রী ডিফল্ট নিমিনি হয়ে যাবেন ৷ এবং তিনি যোজনার সমস্ত সুবিধা পাবেন ৷