এই যোজনা ৯ মে ২০১৫ সালে লঞ্চ করা হয়েছিল ৷ ২৫ অগাস্ট ২০২১ পর্যন্ত APY-এ রেজিস্টার্ড অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা ৩.৩০ কোটি পেরিয়ে গিয়েছে ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের ব্যক্তিরা পেনশনের জন্য এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ রয়েছে ৷ কম টাকা ইনভেস্ট করে গ্যারেন্টিড পেনশনের জন্য অটল পেনশন যোজনা সবচেয়ে ভাল বিকল্প ৷ প্রতি মাসে একটি নির্দিষ্ট প্রিমিয়াম দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে ৷ প্রিমিয়ামের টাকা অ্যাকাউন্ট হোল্ডারের বয়সের উপরে নির্ভর করবে ৷ ৬০ বছর বয়সের পর প্রতি মাসে অ্যাকাউন্ট হোল্ডাররা পেয়ে যাবেন পেনশন ৷
advertisement
নিয়ম অনুযায়ী, ১৮ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে ৫০০০ টাকা পেনশনের জন্য প্রতি মাসে ২১০ টাকা জমা করতে হবে ৷ ত্রৈমাসিক হিসেবে প্রিমিয়াম দিলে ৬২৬ টাকা হয়, ছ’মাসে ১২৩৯ টাকা ৷ ১০০০ টাকার পেনশনের জন্য ১৮ বছর বয়স থেকে যোজনা শুরু করলে মাসে ৪২ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ অন্যদিকে, ৩৫ বছরে এই যোজনায় যুক্ত হলে ৫০০০ টাকার জন্য প্রতি ৬ মাসে ৫৩২৩ টাকা প্রিমিয়াম দিতে হবে ২৫ বছরের জন্য৷ অর্থাৎ আপনাকে মোট ২.৬৬ লক্ষ টাকা জমা করতে হবে ৷ এরপর প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা পেনশন ৷