TRENDING:

LIC-র বিশেষ পলিসি! ২০০ টাকা করে ইনভেস্ট করে পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকা

Last Updated:

এই পলিসিতে কী কী সুবিধা মিলবে দেখে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লং টার্ম ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা থাকলে এলআইসি সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করা হয় ৷ এই প্ল্যানে ২০০ টাকা প্রতিদিন ইনভেস্ট করে ২০ বছর পর আপনি পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকার মোটা ফান্ড ৷ এই প্ল্যানের গুরুত্বপূর্ণ বিষয় এখানে ১৫০০০ টাকার বেশি পেনশনও দেওয়া হয় ৷
advertisement

LIC Jeevan Pragati Scheme:

এলআইসি-র এই প্ল্যানের নাম জীবন প্রগতি স্কিম (Jeevan Pragati Scheme) ৷ এই পলিসিতে আপনি যত টাকারই সাম অ্যাসিউর্ড নেন সেটা ম্যাচিউরিটির সময় প্রায় দ্বিগুণ হয়ে যাবে ৷ এটি একটি নন লিঙ্কড পলিসি ৷

এই পলিসিতে কী কী সুবিধা মিলবে দেখে নিন

>> এটি একটি এনডাউমেন্ট প্ল্যান

advertisement

>> পলিসিতে প্রতি ৫ বছরে রিস্ক কভার বাড়তে থাকে

>> প্রথম পাঁচ বছরে সাম অ্যাসিউর্ড একই থাকে

>> এরপর ৬ থেকে ১০ বছর পর্যন্ত ২৫ শতাংশ থেকে বেড় ১২৫ শতাংশ হয়ে যায়

>> ১১ থেকে ১৫ বছরের জন্য সাম অ্যাসিউর্ড ১৫০ শতাংশ হয়ে যায়

>> ১৬ থেকে ২০ বছরের জন্য সাম অ্যাসিউর্ড বেসিক সাম অ্যাসিউর্ডের ২০০ শতাংশ হয়ে যায়

advertisement

পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর নমিনি বিমার টাকা, সিম্পল রিভার্সনরি বোনাস, ফাইনাল অ্যাডিশন বোনাস পাবেন ৷ অর্থাৎ আপনি ২ লক্ষ টাকা সাম অ্যাসিউর্ড করলে প্রথম ৫ বছরে ডেথ বেনিফিটের জন্য কভারেজ ২ লক্ষ, ৬ থেকে ১০ বছরের জন্য ২.৫০ লক্ষ, ১১ থেকে ১৫ বছরের জন্য কভারেজ ৩ লক্ষ এবং ১৬ থেকে ২০ বছরের জন্য কভারেজ ৪ লক্ষ টাকা হয়ে যাবে ৷ হিসেব অনুযায়ী, সাম অ্যাসিউর্ড ডবল হয়ে যাবে ৷ এছাড়া অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার রয়েছে তবে তার জন্য অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কীভাবে পাবেন ২৮ লক্ষ টাকা- এর জন্য ১৫ লক্ষ টাকা সাম অ্যাসিউর্ড এবং ২০০ টাকা প্রতিদিন ইনভেস্ট করতে হবে ৷ ২০ বছর পর আপনি পেয়ে যাবেন প্রায় ২৮ লক্ষ টাকা ৷ এই যোজনার জন্য পলিসি হোল্ডারের বয়স ১২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে ৷ পলিসির সময় সীমা ১২ থেকে ২০ বছরের হবে ৷ ম্যাচিউরিটিতে পলিসি হোল্ডারের বয়স অধিকতম ৬৫ বছর হতে পারে ৷ কভারেজের জন্য ন্যূনতম ১,৫০,০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ অধিকতম কোনও সীমা নেই ৷ ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিলে তারপর পলিসি সারেন্ডার করা যেতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র বিশেষ পলিসি! ২০০ টাকা করে ইনভেস্ট করে পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল