LIC Kanyadaan policy অনুযায়ী, প্রতিদিন ১৩০ টাকা (৪৭৪৫০ টাকা বছরে) জমা করতে হবে ৷ ২৫ বছর পর এলআইসি প্রায় ২৭ লক্ষ টাকা দেবে ৷ LIC Kanyadaan policy-র জন্য বিনিয়োদকারীর ন্যূনতম বয়স ৩০ এবং মেয়ের বয়স ন্যূনতম ১ বছর হতে হবে ৷
এই পলিসির ন্যূনতম ম্যাচিউরিটি পিরিয়ড ১৩ বছর ৷ কোনও কারনে পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে গেলে এলআইসি-র তরফে অতিরিক্ত ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ কোনও ব্যক্তি ৫ লক্ষ টাকার বিমা নিয়ে থাকলে তাঁকে ২২ বছর পর্যন্ত মাসে ১৯৫১ টাকা দিতে হবে ৷ ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৩.৩৭ লক্ষ টাকা ৷ একই ভাবে কেউ ১০ লক্ষ টাকার বিমা করালে মাসে ৩৯০১ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ২৫ বছর পর পেয়ে যাবেন ২৬.৭৫ লক্ষ টাকা ৷
advertisement
ট্যাক্সে মিলবে ছাড়-
আয়কর অধিনিয়ম 1961 ধারা 80C অনুযায়ী, বিনিয়োগকারী প্রিমিয়ামের উপর কর ছাড়ের দাবি করতে পারবেন ৷ ট্যাক্স ছাড় অধিকতম ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে ৷ এই স্কিমে আবেদন করার জন্য আধার কার্ড, আয়ের প্রমাণ পত্র, পরিচয় পত্র, বার্থ সার্টিফিকেটের মতো তথ্য জমা দিতে হবে ৷