শ্রম মন্ত্রকের (Ministry of Labour) অনুমতির পর ইপিএফও সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হিসেবে সুদের টাকা ট্রান্সফার করা হবে ৷
জেনে নিন কীভাবে এসএমএস-এর মাধ্যমে ব্যালেন্স চেক করবেন-
আপনার UAN নম্বর EPFO-তে রেজিস্টার্ড থাকলে আপনি পিএফ-এর ব্যালেন্স এসএমএস-এর মাধ্যমে পেয়ে যাবেন ৷ এর জন্য আপনাকে 7738299899 নম্বরে EPFOHO লিখে পাঠাতে হবে ৷ মেসেজের মাধ্যমে আপনি পিএফ-এর ব্যালেন্স জানতে পারবেন ৷ এই পরিষেবা ইংরেজি, পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, মালায়ালম ও বাংলা ভাষায় মিলবে ৷
advertisement
পিএফ ব্যালেন্স জানার জন্য আপনার UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান (PAN) ও আধার (AADHAR) লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷ শুধু এসএমএস না মিসড কল দিয়েও জানা যাবে ব্যালেন্স ৷ এর জন্য 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এরপর EPFO-র তরফে মেসেজ পাঠিয়ে পিএফ-এর ডিটেল দেওয়া হবে ৷