TRENDING:

Infosys Allots Shares To Employees : কর্মীদের জন্য পাঁচ লাখের বেশি কোম্পানি শেয়ার বরাদ্দ ইনফোসিসের

Last Updated:

এই স্টক ওনারশিপ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল কাজের দক্ষতা অনুসারে, সংস্থার প্রতিভাবান কর্মীদের উৎসাহ দেওয়া। সংস্থার ঘোষিত অবস্থান অনুযায়ী ইনফোসিস-এর সমস্ত কর্মী এই পরিকল্পনায় অংশ নেওয়ার যোগ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি  :  দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস লিমিটেড কর্মীদের জন্য ৫ লাখ ১১ হাজারেরও বেশি শেয়ার বরাদ্দ করেছে। রবিবার স্টক এক্সচেঞ্জে নির্দিষ্টভাবে এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার দু’টি ভিন্ন প্ল্যানের আওতায় এই শেয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
advertisement

শেয়ার বরাদ্দের ওই সিদ্ধান্ত ঘোষণার পর ইনফোসিসের শেয়ার মূলধন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০,৭৫ কোটি টাকার কাছাকাছি।,আর্থিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যার ফলে সংস্থার শেয়ারের দাম প্রায় ৫ টাকা করে বেড়েছে। সোমবার ইনফোসিসের শেয়ারের দাম প্রায় ১.০৬% বৃদ্ধি পেয়েছে। আপাতত শেয়ারের দর ১,২৫৮.৪০ টাকা।

সংস্থার যোগ্য কর্মীদের জন্য এই শেয়ার বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে আইটি সংস্থা ইনফোসিস। স্টক এক্সচেঞ্জে এই সংস্থা কর্মীদের জন্য যে পরিমাণ শেযার বরাদ্দ করেছে আপাতত বাজার মূল্যের হিসাবে তার মোট দাম প্রায় ৬৪ কোটি টাকা। আইটি সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২০১৫ সালের স্টক ইনসেনটিভ প্রোগ্রামের আওতায় এক লাখেরও বেশি ইকুইটি এবং ২০১৯ সালে সংস্থার স্টক ওনারশিপ প্রোগ্রাম অনুযায়ী চার লাখেরও বেশি ইকুইটি ইস্যু করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: এবার বন্দে ভারতের মতো ব্যবস্থা সাধারণ যাত্রীবাহী ট্রেনেও, বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

সংস্থার এই সিদ্ধান্ত ঘোষণার পর ইনফোসিসের শেয়ার মূলধনের পরিমাণ বেশ খানিকটা বেড়েছে। ইনফোসিস-এর স্টক ওনারশিপ প্রোগ্রাম ২০১৯-এর আওতায় এই শেয়ারগুলির কেনাবেচার ক্ষেত্রে কোনও সময়সীমা বরাদ্দ করা হয়নি।

আরও পড়ুন: পুরো ট্রেন বুক করতে কত টাকা লাগে জানেন? ভাড়া শুনলে চমকে যাবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই স্টক ওনারশিপ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল কাজের দক্ষতা অনুসারে, সংস্থার প্রতিভাবান কর্মীদের উৎসাহ দেওয়া। সংস্থার ঘোষিত অবস্থান অনুযায়ী ইনফোসিস-এর সমস্ত কর্মী এই পরিকল্পনায় অংশ নেওয়ার যোগ্য। এই পরিকল্পনার অধীনে কর্মীদের যোগ্যতা নির্ধারণের প্রক্রিয়া সংশ্লিষ্ট ইনফোসিস কর্তৃপক্ষই চূড়ান্ত করে। মূলত কর্মীদের কাজের দক্ষতা আর ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে সেই মাপকাঠি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Infosys Allots Shares To Employees : কর্মীদের জন্য পাঁচ লাখের বেশি কোম্পানি শেয়ার বরাদ্দ ইনফোসিসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল