TRENDING:

এবার ১০ শতাংশ কর্মী ছাঁটছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা IndiGo

Last Updated:

করোনা ভাইরাস অতিমারি শুরু হওয়ার পরেই প্রবল আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছে IndiGo৷ গত মার্চ থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান বন্ধ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহণ সংস্থা IndiGo-তেও এ বার চাকরি ছাঁটাইয়ের কালো মেঘ! করোনা ভাইরাসের জেরে আর্থিক ধাক্কা সামাল দিতে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে IndiGo৷ সংস্থার সিইও রণজয় দত্তের কথায়, 'IndiGo-র ইতিহাসে এই প্রথম আমরা এরকম বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম৷ পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এই আর্থিক অবস্থায় কিছু বলিদান না দিলে আমরা কোম্পানি চালাতে পারবো না৷'
advertisement

করোনা ভাইরাস অতিমারি শুরু হওয়ার পরেই প্রবল আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছে IndiGo৷ গত মার্চ থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান বন্ধ৷ ২ মাসের ব্যবধানে ঘরোয়া উড়ান পরিষেবা চালু হলেও, আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও চালু হয়নি৷

ছাঁটাই করা কর্মীদের 'নোটিস পে' দেবে ইন্ডিগো৷ মোট বেতনের ভিত্তিতে তা নির্ধারণ করা হবে৷ এছা়ড়াও পৃথকীকরণ বা বিচ্ছেদ ভাতা দেওয়া হবে৷ যা মোট সিটিসি (কস্ট টু কোম্পানি)-র এক মাসের টাকা৷ সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'যে কর্মীকে ছাঁটাই করা হবে, তিনি ন্যূনতম তিন মাসের মোট বেতন (গ্রস স্যালারি) পাবেন৷ এছাড়াও নোটিস পে ও পৃথকীকরণ ভাতা পাবেন৷'

advertisement

বর্তমানে ইন্ডিগোর কর্মীসংখ্যা ২৩ হাজার ৫৩১। তার মধ্যে ১০ শতাংশকে ছাঁটাই করতে চলেছে সংস্থা।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার ১০ শতাংশ কর্মী ছাঁটছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা IndiGo
Open in App
হোম
খবর
ফটো
লোকাল