করোনা ভাইরাস অতিমারি শুরু হওয়ার পরেই প্রবল আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছে IndiGo৷ গত মার্চ থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান বন্ধ৷ ২ মাসের ব্যবধানে ঘরোয়া উড়ান পরিষেবা চালু হলেও, আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও চালু হয়নি৷
ছাঁটাই করা কর্মীদের 'নোটিস পে' দেবে ইন্ডিগো৷ মোট বেতনের ভিত্তিতে তা নির্ধারণ করা হবে৷ এছা়ড়াও পৃথকীকরণ বা বিচ্ছেদ ভাতা দেওয়া হবে৷ যা মোট সিটিসি (কস্ট টু কোম্পানি)-র এক মাসের টাকা৷ সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'যে কর্মীকে ছাঁটাই করা হবে, তিনি ন্যূনতম তিন মাসের মোট বেতন (গ্রস স্যালারি) পাবেন৷ এছাড়াও নোটিস পে ও পৃথকীকরণ ভাতা পাবেন৷'
advertisement
বর্তমানে ইন্ডিগোর কর্মীসংখ্যা ২৩ হাজার ৫৩১। তার মধ্যে ১০ শতাংশকে ছাঁটাই করতে চলেছে সংস্থা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2020 10:01 PM IST