TRENDING:

Indigo: এবার দিল্লি থেকে জর্জিয়ার সরাসরি বিমান ইন্ডিগোর, চালু হচ্ছে মুম্বই-নাইরোবি ও জাকার্তার ফ্লাইটও

Last Updated:

গত রবিবার ট্যুইট করে এক গ্রাহক IndiGo-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। সমীর মোহন নামে ওই ব্যক্তির দাবি, পাইলট ক্লান্ত বলে তিন ঘণ্টারও বেশি সময় নষ্ট করা হয়েছে উড়ানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একদিকে ভারতের সর্ববৃহৎ ঘরোয়া বিমান পরিষেবা প্রদানকারী উড়ান সংস্থার মুকুটে যোগ হচ্ছে নতুন পালক। অন্য দিকে, সেই সংস্থার বিরুদ্ধেই ক্রমাগত ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রাহকরা। কথা হচ্ছে IndiGo-কে নিয়ে।
এবার দিল্লি থেকে জর্জিয়ার সরাসরি বিমান ইন্ডিগোর, চালু হচ্ছে মুম্বই-নাইরোবি ও জাকার্তার ফ্লাইটও (Photo: Twitter)
এবার দিল্লি থেকে জর্জিয়ার সরাসরি বিমান ইন্ডিগোর, চালু হচ্ছে মুম্বই-নাইরোবি ও জাকার্তার ফ্লাইটও (Photo: Twitter)
advertisement

এই মুহূর্তে ভারতের সব থেকে বেশি ঘরোয়া বিমান ওঠানামা করে তাদেরই তত্ত্বাবধানে। আন্তর্জাতিক রুটেও নিজেদের বিস্তৃতি আরও বাড়াচ্ছে ইন্ডিগো ৷

আরও পড়ুন– ডুবতে বসেছিল ২০ বছরে কেরিয়ার, জন আব্রাহাম কীভাবে ঘুরে দাঁড়ালেন ভাবলেও অবাক লাগে!

advertisement

IndiGo-র ২৯তম আন্তর্জাতিক গন্তব্য হতে চলেছে জর্জিয়ার রাজধানী টিবিলিসি (Tbilisi)। আগামী ৮ অগাস্ট ২০২৩ তারিখে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ১০ নাগাদ ছাড়বে 6E1807 বিমানটি। প্রায় পাঁচ ঘণ্টার যাত্রার শেষে সেই বিমান জর্জিয়া পৌঁছবে ৯ অগাস্ট স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে। বিমানের টিকিটের দামও সাধ্যের মধ্যে ৷

advertisement

আরও পড়ুন- তিনটের মধ্যে একটা পাসপোর্ট জাল, কোনটা বলতে পারবেন ৯ সেকেন্ডের মধ্যে?

প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি এই বিমান ছাড়বে ভারত থেকে। আবার ৯ অগাস্ট জর্জিয়ার রাজধানী থেকে রাত ১টা ৪৫ মিনিটে ছেড়ে ফিরতি বিমান 6E1808 ভারতে পৌঁছবে ওই দিন সকাল ৭টা বেজে ১০ মিনিটে। জর্জিয়া থেকে বিমান ছাড়বে প্রতি বুধ, শুক্র, রবিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

জর্জিয়ার টিবিলিসির পাশাপাশি কেনিয়ার রাজধানী নাইরোবি এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতেও মুম্বই থেকে সরাসরি বিমান পরিষেবা চালু করেছে ইন্ডিগো ৷ এর ফলে ইন্দোনেশিয়া সরাসরি যাওয়ার সুবিধাও এবার পেতে চলেছেন ভারতের যাত্রীরা ৷ নাইরোবি যাওয়ার ক্ষেত্রেও যাত্রীদের কাছে বিকল্প আরও একটা বাড়ল ৷ এর আগে ভারত থেকে কেনিয়া যাওয়ার জন্য ভরসা ছিল শুধুমাত্র এয়ার ইন্ডিয়া এবং কেনিয়া এয়ারওয়েজ ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indigo: এবার দিল্লি থেকে জর্জিয়ার সরাসরি বিমান ইন্ডিগোর, চালু হচ্ছে মুম্বই-নাইরোবি ও জাকার্তার ফ্লাইটও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল