TRENDING:

Indigo Boeing 777: নয়া সাজে দিল্লি পৌঁছল ইন্ডিগোর প্রথম বোয়িং ৭৭৭; চলাচল করবে এই রুটে

Last Updated:

তুরস্ক এয়ারলাইন্স থেকে লিজে নেওয়া এই উড়ান রবিবার নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে পৌঁছেছে। প্রায় ৪০০ যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে এই বোয়িং ৭৭৭ উড়ানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অবশেষে ভারতে এল ইন্ডিগোর প্রথম ওয়াইড-বডি এয়ারক্র্যাফ্ট। সাম্প্রতিক অতীতে প্রকাশ্যে আসা বোয়িং ৭৭৭ এয়ারক্র্যাফ্টে ইন্ডিগোর ঝাঁ চকচকে সাদা-নীলের ঝলক মিলল। তুরস্ক এয়ারলাইন্স থেকে লিজে নেওয়া এই উড়ান রবিবার নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে পৌঁছেছে। প্রায় ৪০০ যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে এই বোয়িং ৭৭৭ উড়ানে।
Photo Courtesy: Indigo/Twitter
Photo Courtesy: Indigo/Twitter
advertisement

বর্তমানে ইস্তানবুল বিমানবন্দরে চলাচল করে দু’টি ওয়াইড-বডি এয়ারক্র্যাফ্ট। এই টিসি-এলকেডি বোয়িং ৭৭৭ উড়ান এবার সেই জায়গা নিয়ে নেবে। আর এর মাধ্যমেই বোঝা যায়, ওয়াইড-বডি এয়ারক্র্যাফ্টের দিকে ঝুঁকছে ইন্ডিগো। আগামী সপ্তাহের মধ্যেই এই উড়ানের কাজ শুরু হয়ে যাবে। ইস্তানবুলগামী উড়ান দিল্লি থেকে রওনা হবে সকাল ৬টা ৫৫ মিনিটে। আর তা গন্তব্যে পৌঁছবে সকাল ১১টা ১৫ মিনিটে। আবার দিল্লিতে ফেরার সময় তা রওনা হবে রাত ৮টা ৩০ মিনিটে। পৌঁছবে পরের দিন ভোর ৫টার সময়ে।

advertisement

যদিও টিসি-এলকেডি নামের এই বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়ানটি বহু আগেই দিল্লি পৌঁছেছিল। সেই সময় তুরস্ক এয়ারক্র্যাফ্টের রেজিস্ট্রেশন বহনকারী ওই উড়ান নতুন করে রঙ করানো হয়। চলতি বছরের মার্চ মাসের শেষে এই রঙের কাজ করে টার্কিশ টেকনিক। সেই সঙ্গে অফিসিয়াল ভাবে এই উড়ানের ইন্ডিগো-তে যোগ দেওয়ার সমস্ত ছাড়পত্র সংক্রান্ত কাজও হয়। এর দুই মাস পরে অবশেষে নিজের নতুন ঘরে ঠাঁই পেল এই উড়ান। এখন তা দিল্লি এবং ইস্তানবুলের মাঝে চলাচল করবে।

advertisement

তবে এই উড়ান কিন্তু ইন্ডিগোর তৃতীয় লিজ নেওয়া ওয়াইড-বডি এয়ারক্র্যাফ্ট হিসেবে তকমা পাবে না। কারণ এটা শুধুমাত্র টিসি-এলকেএ উড়ানের জায়গাই নিচ্ছে। আসলে দিল্লি-ইস্তানবুল রুটে ওই বিমান গত ফেব্রুয়ারি থেকে চলাচল করছে। মূলত এই পরিবর্তনের কারণ হচ্ছে উড়ানের কনফিগারেশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ইন্ডিগো নিজেদের বিবৃতিতে জানিয়েছে যে, ডুয়াল ক্লাস কনফিগারেশনে বোয়িং ৭৭৭ এয়ারক্র্যাফ্টে ৪০০ যাত্রীর বসার ব্যবস্থা থাকছে। তবে তথ্য বলছে, এখানে থাকছে ৫৩১-সিট কেবিন। এর অর্থ হচ্ছে, এতে এই রুটে আগামী দিনে সিটিং ক্যাপাসিটি প্রায় ৩৩ শতাংশ বাড়তে চলেছে। যাত্রীরা তুরস্ক বিমান সংস্থার মাধ্যমে প্রিমিয়াম সিট বুক করতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indigo Boeing 777: নয়া সাজে দিল্লি পৌঁছল ইন্ডিগোর প্রথম বোয়িং ৭৭৭; চলাচল করবে এই রুটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল