TRENDING:

ইন্ডিগো-গো এয়ার-এয়ার এশিয়ার দুর্দান্ত ‘নিউ ইয়ার সেল’ ! বিমান টিকিটের দাম শুনলে চমকে উঠবেন

Last Updated:

নতুন বছর পড়তেই এখন বিমানসংস্থাগুলি অফারের ছড়াছড়ি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন বছর পড়তেই এখন বিমানসংস্থাগুলি অফারের ছড়াছড়ি ৷ ভিস্তারার পর এখন দুর্দান্ত সেল অফার চালু করল দেশের তিন লো কস্ট এয়ারলাইন্স সংস্থা ইন্ডিগো, গো এয়ার এবং এয়ার এশিয়া ইন্ডিয়াও ৷ এই বিশেষ অফারে ১০০০ টাকার কমেও বিমানের টিকিট পাওয়া যাচ্ছে এখন ৷ নিউ ইয়ার সেল অফারে ইন্ডিগোর বিমান টিকিট শুরু হচ্ছে মাত্র ৮৯৯ টাকায় ৷ অন্যদিকে এয়ার এশিয়া ইন্ডিয়া ১৫৯৯ টাকা এবং গো এয়ারের টিকিট পাওয়া যাচ্ছে ১০০৫ টাকায় ৷ এই দুর্দান্ত অফারে স্বভাবতই এখন অধিকাংশ মানুষই ট্রেনের বদলে বিমানে চড়েই গন্তব্যে যাওয়াটা সঠিক মনে করছেন ৷
advertisement

ইন্ডিগোর সেল চলবে আজ ১০ জানুয়ারি পর্যন্ত ৷ অন্যদিকে গো এয়ারের ‘ফ্লাই উইথ গো’ অফার চলবে বৃহস্পতিবার ১১ জানুয়ারি পর্যন্ত ৷ এয়ার এশিয়ায় অবশ্য আরও বেশ কিছুদিন অফার চলবে ৷ আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ অফারে টিকিট কিনতে পারবেন যাত্রীরা ৷

ইন্ডিগোর অফার

মাত্র ৮৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট ৷ দিল্লি থেকে চণ্ডীগড় রুটে এই বিশেষ অফারের দামে টিকিট পাওয়া যাচ্ছে এখন ৷ এখন টিকিট কাটলে ট্রাভেলের সময় অবশ্য আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ৷ দিল্লি-চণ্ডীগড় ছাড়াও দিল্লি-অমৃতসর ( ১২৯৯ টাকা), দিল্লি-জয়পুর ( ১০৯৯ টাকা ) এবং দিল্লি দেহরাদুন ( ১৩৯৯ টাকা ) ৷ কলকাতা থেকে দিল্লি এবং অন্যান্য রুটেও অনেক আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে ইন্ডিগোর টিকিট ৷

advertisement

এয়ার এশিয়া ইন্ডিয়ার অফার

আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অফার চলবে ৷ ট্রাভেল টাইম হল এখন থেকে ৬ মে ২০১৮ পর্যন্ত ৷ মাত্র ১৫৯৯ টাকায় ভুবনেশ্বর-কলকাতা, কোচি-বেঙ্গালুরু এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু রুটে যাত্রা করতে পারবেন ৷

গো এয়ার ‘ফ্লাই উইথ গো’ অফার

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

বৃহস্পতিবার ১১ জানুয়ারি পর্যন্ত অফার তো আছেই ৷ পাশাপাশি 'GOAPP10' প্রোমো কোডে টিকিট কাটলে আরও ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাওয়া যাবে টিকিটে ৷ বাগডোগরা থেকে গুয়াহাটি মাত্র ১০০৫ টাকায়, জম্মু থেকে লে ১১৫৭ টাকায় এবং চেন্নাই থেকে কোচি যাওয়া যাবে ১৩০২ টাকায় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইন্ডিগো-গো এয়ার-এয়ার এশিয়ার দুর্দান্ত ‘নিউ ইয়ার সেল’ ! বিমান টিকিটের দাম শুনলে চমকে উঠবেন