আমেরিকা এবং চিনের মতো দেশে সবচেয়ে বড় মূল্যের নোট কোনটি?
গত কয়েক দিন ধরেই ভারতে ৫০০ টাকার নোট নিয়ে তীব্র আলোচনা চর্চা শুরু হয়েছে। কারণ সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল যে, সরকার ৫০০ টাকার নোটটিকেও নিষিদ্ধ করতে চলেছে। তবে সরকারের তরফে এই জল্পনা নস্যাৎ করা হয়েছে। আসলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু বলেছিলেন যে, সরকারের উচিত ৫০০ টাকার নোট নিষিদ্ধ করা, যাতে দুর্নীতি নির্মূল করা যায়। বর্তমানে ভারতের সবচেয়ে বড় মূল্যের নোট ৫০০ টাকা, তবে আগে ভারতে ২০০০ টাকা এবং ১০০০ টাকার নোট ছিল, যেগুলি সরকার প্রত্যাহার করেছিল।
advertisement
অনেকেই হয়তো জানেন না যে, বিশ্বের কিছু বড় দেশে বড় মূল্যের নোট বেশ জনপ্রিয়। আজকের প্রতিবেদনে সেটাই দেখে নেওয়া যাক।
আমেরিকা:
প্রথমেই বিশ্বের সবচেয়ে উন্নত দেশ আমেরিকার কথায় আসা যাক। আমেরিকার সবচেয়ে বড় নোট হল ১০০ ডলার, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৪০০ টাকা।
আরও পড়ুন: মাত্র ৪,৮০০ টাকা বিনিয়োগ করে কোটিপতি ! জেনে নিন সেই সিক্রেট ফর্মুলা
চিন:
চিনে সর্বোচ্চ মূল্যের নোটটি ১০০ ইউয়ান। যার মূল্য ভারতীয় রুপিতে প্রায় ১১৯৭ টাকা।
ব্রিটেন:
ব্রিটেনে সর্বোচ্চ মূল্যের নোটটি ৫০ পাউন্ড। যার মূল্য ভারতীয় রুপিতে প্রায় ৫৫৮০৩ টাকা।
আরও পড়ুন: ৪০ বছর বয়স, ৬০ বছর বয়সের মধ্যে ১ কোটি টাকা পেতে হলে SIP-তে কত টাকা বিনিয়োগ করা উচিত?
জাপান:
জাপানে সর্বোচ্চ মূল্যের নোট হল ১০০০০ ইয়েন। যার মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬০০০ থেকে ৭০০০ টাকা।
জার্মানি:
জার্মানিতে সর্বোচ্চ মূল্যের নোট ৫০০ ইউরো। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯০০০ টাকা।