TRENDING:

EXCLUSIVE: এতটাও ভয়ের কিছু নেই, দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে: কে ভি কামাথ

Last Updated:

দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে৷ সম্ভবত ভারতের ক্ষেত্রে U-শেপড ভাবে অর্থনীতির চাকা ঘুরবে৷ কিছু খারাপ পরিস্থিতি হবে, যেহেতু একটা এতবড় সঙ্কট থেকে ঘুরে দাঁড়াচ্ছে ৷ তবে একেবারে নিম্নগামী হবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনা ভাইরাসের জেরে গোটা পৃথিবীতে অর্থনীতি টালমাটাল অবস্থা৷ ভারতেও জোর ধাক্কা খেয়েছে অর্থনীতি৷ গেল গেল রব তুলেছেন অর্থনীতিবিদদের একাংশ৷ এ হেন পরিস্থিতিতে আশার বাণীই শোনালেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও আইসিআইসিআই ব্যাঙ্কের কর্ণধার ও প্রাক্তন সিইও কে ভি কামাথ৷ BRICS সদস্যভুক্ত দেশগুলির নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কেরও প্রাক্তন প্রধান তিনি৷ CNBC-TV18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে কামাথ জানালেন, বহু মানুষ যে ভাবে ভয় পাচ্ছেন অর্থনীতি নিয়ে, ততটা ভয়ের কিছু নেই৷
advertisement

ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের পূর্বাভাস অনুযায়ী, চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৪.৫ শতাংশ৷ একাধিক অর্থনৈতিক সংস্থাও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার নিয়ে আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছে৷ কিন্তু কামাথ এই বিষয়টি মানতে নারাজ৷

Network18-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশিকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বললেন, অনেকে যে রকম ভেবেছিলেন, সেরকম ঘটছে না৷ দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে৷ সম্ভবত ভারতের ক্ষেত্রে U-শেপড ভাবে অর্থনীতির চাকা ঘুরবে৷ কিছু খারাপ পরিস্থিতি হবে, যেহেতু একটা এতবড় সঙ্কট থেকে ঘুরে দাঁড়াচ্ছে৷ তবে একেবারে নিম্নগামী হবে না৷

advertisement

কামাথের কথায়, 'সাপ্লাই চেন ও লজিস্টিক চেন ঘুরে দাঁড়াচ্ছে দ্রুত৷ রেলের পণ্য পরিবহণ প্রায় আগের মতোই হচ্ছে৷ যেমন ধরুন, দু-চাকার গাড়ি ব্যবসা যে অবস্থায় ছিল, সেখান থেকে ৭০ থেকে ৮০ শতাংশ ঘুরে দাঁড়িয়েছে৷' তিনি আরও জানান, করোনা ভাইরাস সঙ্কটের চ্যালেঞ্জের সম্মুখীন গ্রামীণ ভারতকে খুব বেশি হতে হয়নি৷ ফলে কৃষি ক্ষেত্র দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে৷ এমনকী কর্মসংস্থানের বিষয়েও যথেষ্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন কামাথ৷

advertisement

CMIE-র ডেটা অনুযায়ী, জুন মাসে ৭ কোটি কর্মসংস্থার তৈরি হয়েছে৷ তার মধ্যে ১.২ কোটি কর্মসংস্থান হয়েছে কৃষিক্ষেত্রে৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

করোনা সঙ্কট থেকে ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত অভিযানের ডাক দিয়েছেন৷ কে ভি কামাথ প্রধানমন্ত্রীর এই উদ্যোগের বিষয়ে বলেন, ‘‘ভারতের বাজার বিরাট ৷ বর্তমান সময়ে আত্মনির্ভর ভারতই সঠিক পদক্ষেপ৷ আমার ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী, আত্মনির্ভর ভারত গড়তে গেলে ব্যবসা করার পরিবেশ মসৃণ করতে হবে৷ আমার মনে হয়, সরকার সেই দিকগুলি দেখছে৷ আমি নিশ্চিত সরকার ও শিল্প সংস্থাগুলির কর্ণধাররা একসঙ্গে কাজ করলে আমরা আত্মনির্ভর ভারতের দিকে দ্রুত এগিয়ে যাবো৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EXCLUSIVE: এতটাও ভয়ের কিছু নেই, দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে: কে ভি কামাথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল