আরও পড়ুন: জানেন কি উত্তরপ্রদেশ নির্বাচনে কত টাকা জলের মতো খরচ করেছে রাজনৈতিক দলগুলি ....
ভারতীয় রেলওয়ের আনন্দ বিহার থেকে বারাণসী (০৪০৫২) যাওয়ার ট্রেন ১১ মার্চ চালানো হবে। এই ট্রেন মুরাদাবাদ, চটোসি, লখনউ এবং সুলতানপুর স্টেশনেও স্টপেজ দেবে। এছাড়াও ভারতীয় রেলের তরফে দিল্লি থেকে পটনা পর্যন্ত এসি ট্রেন চালানো হবে। ভারতীয় রেলওয়ে অনুযায়ী ট্রেন সংখ্যা ০৪০৬৬ দিল্লি থেকে পাটনা যাওয়ার ট্রেন ১৫ এবং ১৬ মার্চ রাত ১১টায় ছাড়বে। এই ট্রেন কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ, বারাণসী, দীনদয়াল উপাধ্যায় এবং দানাপুর স্টেশনে দাঁড়াবে। ট্রেন সংখ্যা ০৪০৬২ দিল্লি থেকে বরোনির জন্য ১৮ মার্চ যাত্রা শুরু করবে। এই ট্রেন আলিগর, টুন্ডলা, ইটাবা, কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ, দীনদয়াল উপাধ্যায়, বক্সার, আরা, দানাপুর, পাটলিপুত্র এবং রাজিপুর স্টেশনে দাঁড়াবে।
advertisement
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন কলকাতা-সহ বাকি শহরে তেলের দাম
একই ভাবে অমৃতসর থেকে মতিহারি পর্যন্ত চালানো হবে হোলি স্পেশ্যাল ট্রেন। ৯,১৩ এবং ১৭ মার্চ এই ট্রেন অমৃতসর থেকে সকাল ৬.৩৫ এ ছাড়বে। এছাড়াও ট্রেন সংখ্যা ০৪০৫৩ আনন্দ বিহার থেকে উধমপুর পর্যন্ত একটি দ্বিসাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন চালানো হবে। এই ট্রেন ১০ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত প্রতি সোমবার এবং বৃহস্পতিবার চালানো হবে।
আরও পড়ুন: বিনিয়োগ টেক এবং ই-কমার্স সেক্টরে, বিনিয়োগকারীদের এই সিদ্ধান্তের কারণ কী
রেলের যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেল চালাবে এই সকল হোলি স্পেশ্যাল ট্রেন। হোলির সময় অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য অনেক আগে থেকেই চালু করে দেওয়া হবে বিভিন্ন ধরনের হোলি স্পেশ্যাল ট্রেন। দেশের বিভিন্ন রুটে চালানো হবে এই সকল হোলি স্পেশ্যাল ট্রেন। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে অনেক সহজেই পৌঁছে যেতে পারবে রেলের যাত্রী। রেলের যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ের এই অভূতপূর্ব সিদ্ধান্ত।