TRENDING:

Indian Railways: ১৭ মে পর্যন্ত ৩১টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল, দেখে নিন পুরো লিস্ট

Last Updated:

এক নজরে দেখে নিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনাকালে যাত্রীদের সংখ্যা কম হতে থাকায় ভারতীয় রেলওয়ে (Indian Railways) একাধিক ট্রেন বাতিল (Cancel Train list) করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই ট্রেনের মধ্যে বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের ট্রেন সামিল রয়েছে ৷ উত্তরপূর্ব রেলওয়ে ১২ মে থেকে ১৭ মে পর্যন্ত মোট ৩১ টি ট্রেন বাতিল করেছে ৷ রেলের তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ আপনারও কোথাও যাওয়ার প্ল্যান থাকলে বাতিল হওয়ার ট্রেনের লিস্টটা চেক করে নিন ৷
advertisement

রেলের তরফে ট্যুইটে জানানো হয়েছে, করোনার জেরে যাত্রী সংখ্যা কম থাকায় একাধিক ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল ৷ এর আগেও অন্যান্য রুটে একাধিক ট্রেন বাতিল করেছে রেল ৷ এবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বুধবার ১২ মে থেকে অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে চলতে থাকা একাধিক স্পেশ্যাল ট্রেন বাতিল করে দিয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনের লিস্ট জারি করা হয়েছে রেলের তরফে ৷

advertisement

এক নজরে দেখে নিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট

ট্রেন নম্বর: 05467 / 68 শিলিগুড়ি-বামনহাট ইন্টারসিটি স্পেশ্যাল (১২মে থেকে বাতিল)

ট্রেন নম্বর: 05811 / 12 ধুবড়ী-গুয়াহাটি এক্সপ্রেস স্পেশ্যাল (১২মে থেকে বাতিল)

advertisement

ট্রেন নম্বর: 05767 / 68 শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশ্যাল (১২ মে থেকে বাতিল)

ট্রেন নম্বর: 05719 / 20 কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশ্যাল (১২ মে থেকে বাতিল)

ট্রেন নম্বর:05749/ 50 নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি স্পেশ্যাল( ১২ মে থেকে বাতিল)

ট্রেন নম্বর: 05815 / 16 গুয়াহাটি-টেকারগাঁও স্পেশ্যাল (১২ মে থেকে বাতিল)

ট্রেন নম্বর: 07541 / 42- শিলিগুড়ি-ধুবড়ী ইন্টারসিটি স্পেশ্যাল (১২মে থেকে বাতিল)

advertisement

ট্রেন নম্বর: 07525 / 26 শিলিগুড়ি-বঙ্গাইগাঁও ডেমু স্পেশ্যাল (১২ মে থেকে বাতিল)

ট্রেন নম্বর: 05959 / 60 ডিব্রুগড় শহর-হাওড়া এক্সপ্রেস (১৪ মে থেকে বাতিল)

ট্রেন নম্বর: 05961 হাওড়া- ডিব্রুগড় শহর এক্সপ্রেস (১৪ থেকে ১৭ মে পর্যন্ত বাতিল)

ট্রেন নম্বর: 03033 / 34 হাওড়া-কাটিহার এক্সপ্রেস স্পেশ্যাল (১৩ থেকে ১৮ মে পর্যন্ত বাতিল)

advertisement

ট্রেন নম্বর: 03141 / 42 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস স্পেশ্যাল (১৩ থেকে ১৮ মে পর্যন্ত বাতিল)

ট্রেন নম্বর: 03163 / 46 কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস স্পেশ্যাল (১৪ থেকে ১৮ মে পর্যন্ত বাতিল )

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ট্রেন নম্বর: 03063 হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস স্পেশ্যাল (১৩ থেকে ২১ মে পর্যন্ত বাতিল )

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ১৭ মে পর্যন্ত ৩১টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল, দেখে নিন পুরো লিস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল