গোটা বিশ্বের ১১৫টা দেশের সরকার গত এক বছরে ২৯৪টা সংস্কারের প্রকল্প ঘোষণা করেছে ৷ উদ্দেশ্য একটাই, ব্যবসা-বাণিজ্যের কাজ আরও সহজ করা দেশের অভ্যন্তরের বেসরকারি ক্ষেত্রে ৷ এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পেতে পারে, তেমনি বাণিজ্যের প্রসারও সম্ভব ৷ বিশ্ব ব্যাঙ্কের ‘Doing Business 2020’ সমীক্ষায় এমনটাই প্রকাশ পেয়েছে ৷ বিশ্বের ১৯০টা দেশে ব্যবসা-বাণিজ্যের ১০টি ক্ষেত্রে ১ মে, ২০১৯ পর্যন্ত ( ১২ মাস) সমীক্ষা চালানো হয়েছিল ৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর জোর দিয়েই এই সমীক্ষা চালানো হয় ৷
advertisement
দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারত ও পাকিস্তান দু’দেশেরই এই তালিকায় যথেষ্ট উন্নতি ঘটেছে ৷ ব্যবসা-বাণিজ্যের জন্য আদর্শ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে উন্নতি করা ১০টি দেশের তালিকায় রয়েছে এই দু’দেশই ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2019 7:46 AM IST