TRENDING:

শেষ ত্রৈমাসিকে বাড়ল আর্থিক বৃদ্ধি, নোটবাতিলের পর এই হার সর্বোচ্চ

Last Updated:

চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বাড়ল আর্থিক বৃদ্ধির হার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জ্বালানিতে চড়া দামের মধ্যেই কিছুটা হলেও আশার আলো অর্থনীতিতে। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বাড়ল আর্থিক বৃদ্ধির হার।গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) বৃদ্ধির হার পৌঁছল ৭.৭ শতাংশে।
advertisement

নোটবাতিল পর্ব অর্থাৎ ২০১৬ সালের নভেম্বরের পর এই হার অবশ্য সবোর্চ্চ। তবে ২০১৭-১৮ অর্থবর্ষে বৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় কম। মাত্র ৬.৭ শতাংশ। যা অন্তত ৭.১ শতাংশের আশপাশে থাকবে বলেই মনে করা হচ্ছিল। তবে শেষ ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধিতে আশাবাদী অর্থনীতিবিদরা।বিশেষজ্ঞদের মতে, চতুর্থ ত্রৈমাসিকে বৃদ্ধির নিরিখে ভারত চিনকে (৬.৮%) পিছনে ফেলেছে ঠিকই। কিন্তু ছুঁতে পারেনি নিজেদের আগের অর্থবর্ষের বৃদ্ধিকেও (৭.১%)।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

উৎপাদন ও নির্মাণ শিল্পে গতি ফেরাতেই শেষ ত্রৈমাসিকে বেড়েছে বৃদ্ধির হার। এই তিন মাসে উৎপাদন ক্ষেত্রে ৯.১ শতাংশ ও নির্মাণ শিল্পে ১১.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে । তুলনায় কৃষিতে বৃদ্ধি কম, মাত্র ৪.৫ শতাংশ। আগামী দিনে তা ধরে রাখা গেলে আরও বাড়তে পারে আর্থিক বৃদ্ধি।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
শেষ ত্রৈমাসিকে বাড়ল আর্থিক বৃদ্ধি, নোটবাতিলের পর এই হার সর্বোচ্চ