TRENDING:

Income tax return: ২০২২-২৩ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন? দেখে নিন কী কী ডকুমেন্ট দরকার

Last Updated:

Income tax return: করদাতাদের ইমেল আইডি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে রেজিস্টার থাকা জরুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আর্থিক বর্ষ ২০২২- ২০২৩-এর জন্য আয়করদাতারা ই-ফাইলিং পোর্টালে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। যখন কোনও আয়করদাতা ই-ফাইলিং পোর্টালে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তখন তাঁকে সেখানে থাকা দুটি ফর্মের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে। এর মধ্যে একটি হল ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম ১ এবং আরেকটি হল ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম ৪। এই দুটি ফর্মের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম ১ বেশ পরিচিত। প্রায় অধিকাংশ করদাতা এই ফর্ম বেছে নিয়েই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে। কারণ এখানে আগে থেকেই বেশ কিছু অংশ ফিল আপ করা থাকে। এর ফলে করদাতাদের সুবিধা হয়।
২০২২-২৩ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন?
২০২২-২৩ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন?
advertisement

প্রয়োজনীয় ডকুমেন্ট -

ই-ফাইলিং পোর্টালে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য প্যান কার্ড, আধার কার্ড, ফর্ম ১৬, ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিটেল ইত্যাদি ডকুমেন্টের প্রয়োজন। এছাড়াও বিনিয়োগের সমস্ত তথ্য এবং অন্যান্য আয়ের প্রমাণপত্র থাকা চাই। এছাড়াও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকাও জরুরি। পাশাপাশি, করদাতাদের ইমেল আইডি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে রেজিস্টার থাকা জরুরি।

advertisement

কারা বাছতে পারেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম ১ -

এই ফর্ম তাঁরাই বাছতে পারে যাঁদের বেতন, সম্পত্তি, সুদ এবং অন্যান্য সব কিছু মিলিয়ে বছরে আয় ৫০ লাখ টাকার মধ্যে। এখানে সুদের থেকে আয়, সম্পত্তি থেকে আয়, ডিভিডেন্ট থেকে আয় ইত্যাদি ঘোষণা করতে হয়। এছাড়াও অন্যান্য কোনও সোর্স থেকে আয় হলে এই ফর্ম ফিল আপ করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না।

advertisement

আরও পড়ুন- রেজিউমে এমন হলেই চাকরি নিশ্চিত! যথাযথ বায়োডেটার গুরুত্ব ঠিক কোথায়? জানুন বিশদে

কারা বাছতে পারেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম ৪ -

যাঁদের আয় বছরে ৫০ লাখ টাকার বেশি এবং সেই আয় সেকশন ৪৪ এডি, সেকশন ৪৪ এডিএ অথবা সেকশন ৪৪এই অনুযায়ী ব্যবসা এবং অন্য কোথাও থেকে হয়, তাহলে তাঁদের বাছতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম ৪। এই ক্ষেত্রে তাঁরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম ১ বেছে নিলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না।

advertisement

বিগত আর্থিক বর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন করার শেষ তারিখ -

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আর্থিক বর্ষ ২০২১-২২-এর জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ হল ২০২২ সালের ৩১ জুলাই। যাঁদের ব্যবসার জন্য অডিট জরুরি, তাঁরা ২০২২ সালের ৩১ অক্টোবরের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। এছাড়াও কোনও করদাতা যদি নির্দিষ্ট কোথাও বা বিদেশে মানিটারি ট্রানজাকশন করে থাকেন, সেই ক্ষেত্রে ২০২২ সালের ৩০ নভেম্বরের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income tax return: ২০২২-২৩ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন? দেখে নিন কী কী ডকুমেন্ট দরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল