নতুন কর ব্যবস্থায় যে ট্যাক্স স্ল্যাব দেওয়া হয়েছে তাতে ৪ লাখ থেকে ৮ লাখ টাকা আয়ে ৫ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে। ৮ থেকে ১২ লাখ বার্ষিক আয়ে করের হার ১০ শতাংশ। প্রশ্ন উঠছে, তাহলে ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হল কী করে?
পাশাপাশি বার্ষিক ১২ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখ টাকা আয়ে ২৫ শতাংশ এবং ২৫ লাখ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ হারে করের স্ল্যাব রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুন : আলমারি ঘাঁটতে গিয়ে পুরনো ২ হাজার টাকার নোট পেয়েছেন? এখন কী করবেন? রিজার্ভ ব্যাঙ্ক গাইডলাইন দেখুন
তাই অনেক করদাতা আবার জানতে চাইছেন, কারও বেতন যদি ১৩ লাখ টাকা হয় তাহলে কী ১ লাখের উপর ট্যাক্স দিতে হবে? না কি পুরো ১৫ শতাংশ হারেই ট্যাক্স দিতে হবে? ব্যাপারটা ঠিক কী হল?
এর উত্তর হল কেন্দ্র সরকার ট্যাক্স রিবেট বাড়িয়েছে। এখন ৬০ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ট্যাক্স স্ল্যাব অনুযায়ী, ৪ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত আয়ে ২০ হাজার টাকা কর দিতে হত। আর ৮ থেকে ১২ লাখ টাকা আয়ে ৪০ হাজার টাকা। কিন্তু ট্যাক্স রিবেট বাড়ানোর ফলে ছাড় পাওয়া যাবে, ফলে আর কোনও কর দিতে হবে না। ১২ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ কর মুক্ত থাকছে।
আরও পড়ুন: Aadhaar-এর নিয়মে বড় বদল! এবার বেসরকারি সংস্থাও করবে যাচাইকরণ, কী সুবিধা পাবেন সাধারণ মানুষ?
এবার কারও বেতন যদি ১৩ লাখ টাকা হয়, তাহলে স্ল্যাব অনুযায়ী এই বেতনকে ৪ ভাগে ভাগ করতে হবে। প্রথমে ৪ লাখ, দ্বিতীয় ৪ লাখ, তৃতীয় ৪ লাখ, এবং শেষের ১ লাখ। প্রথম ৪ লাখ টাকায় কোনো ট্যাক্স নেই। এরপর ৪ থেকে ৮ লাখে ৫ শতাংশ ট্যাক্স লাগবে, অর্থাৎ ২০ হাজার টাকা। এরপর ৮ থেকে ১২ লাখ টাকায় ১০ শতাংশ, যা প্রায় ৪০ হাজার টাকা হবে। তারপর শেষের ১ লাখ টাকার ওপর ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে। ১ লাখের ১৫ শতাংশ হল ১৫ হাজার টাকা। এখন পুরো ট্যাক্স যোগ করলে দাঁড়াচ্ছে ৭৫ হাজার টাকা। অর্থাৎ ১৩ লাখ টাকা বার্ষিক আয়ের ৭৫ হাজার টাকা আয়কর দিতে হবে।