TRENDING:

খাম ভরা টাকা নয়! বোনের অর্থনৈতিক ভবিষ্যত সুরক্ষিত করতে এবারের রাখিতে এই সামান্য বিনিয়োগ করতে পারেন

Last Updated:

ভবিষ্যতে বোনকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ভাইয়েরা নিচের তালিকায় দেওয়া বিনিয়োগগুলি উপহার হিসাবে দিতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমরা সকলেই জীবনে আর্থিকভাবে স্বাধীন এবং স্বনির্ভর হতে চাই। অনেক সময় আমরা নিজের পায়ে দাড়িয়ে অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হই, আবার অনেক সময় পরিবারের লোকেরা আমরা আর্থিক স্বনির্ভরতার ব্যবস্থা করে দেয়। এই রাখি বন্ধনে একজন ভাই তার বোনকে আর্থিক স্বাধীনতা উপহার করতে পারে। ভারতীয় সংস্কৃতিতে রাখি বন্ধন হল অন্যতম একটি উৎসব যা ভাই এবং বোনের মিষ্টি সম্পর্ককে উদযাপন করে। বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুস্থ ও সমৃদ্ধ জীবন কামনা করে। বিনিময়ে ভাই তাকে ভালবাসার চিহ্ন হিসাবে উপহার দেয়।
advertisement

এই দিনে ভাইয়েরা টাকা থেকে, গিফট ভাউচার থেকে শুরু করে বোনকে বিভিন্ন রকমের উপহার দেয়। তবে বোনের ভবিষ্যতের কথা ভেবে এই বছর ভাইয়েরা সাধারণ উপহারের যায়গায় এমন কিছু দিতে পারে যা বোনকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে।

আরও পড়ুন: ভুলেও পোস্ট অফিসের সেভিংস স্কিমে বিনিয়োগ করা উচিত নয়, কারণ জানতে চোখ রাখুন এখানে

advertisement

ভবিষ্যতে বোনকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ভাইয়েরা নিচের তালিকায় দেওয়া বিনিয়োগগুলি উপহার হিসাবে দিতে পারে।

ফিক্সড ডিপোজিট (এফডি): ভাই উপহার হিসেবে এককালীন টাকা জমা দিয়ে বোনের নামে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারে।

মিউচুয়াল ফান্ড: ভাই বোনের জন্য মিউচুয়াল ফান্ডে এককালীন টাকা জমা দিতে পারে। মিউচুয়াল ফান্ডে সুদের হারও তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিমা: রাখি বন্ধনের উপহার হিসেবে ভাই বোনের নামে স্বাস্থ্য বিমা করে তার প্রিমিয়াম প্রদান করতে পারে। স্বাস্থ্য বিমা বিভিন্ন রকমের হয় যেখান থেকে সামর্থ্য মতো একটি বিকল্প বেছে নেওয়া যেতে পারে।

advertisement

আরও পড়ুন: খালি দুধের প্যাকেট নিয়ে গেলে এই পেট্রোল পাম্পে বিপুল কম দামে মিলবে পেট্রোল

ডিজিটাল গোল্ড: আমাদের ভারতীয় সংস্কৃতিতে উপহার হিসেবে সোনা দেওয়ার রীতি বহু পুরনো। তবে সোনার গয়নার তুলনায় ডিজিটাল গোল্ড অনেক বেশি লাভজনক। গয়নার ক্ষেত্রে একবারে অনেক টাকা বিনিয়োগ করতে হয় যেখানে ডিজিটাল গোল্ডে বোনের জন্য ৫০০ টাকা থেকে লক্ষাধিক টাকা বিনিয়োগ করা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্টক: রাখি বন্ধনে স্টক উপহার দেওয়ায় একটি ভাল বিকল্প। ভাইয়েরা ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করে একটি ব্লু চিপ কোম্পানিতে লগ্নি করতে পারেন। শেয়ার বাজারের বিষয়ে বিশেষ জ্ঞান না থাকলে বিনিয়োগের আগে একবার বাজার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
খাম ভরা টাকা নয়! বোনের অর্থনৈতিক ভবিষ্যত সুরক্ষিত করতে এবারের রাখিতে এই সামান্য বিনিয়োগ করতে পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল