এই দিনে ভাইয়েরা টাকা থেকে, গিফট ভাউচার থেকে শুরু করে বোনকে বিভিন্ন রকমের উপহার দেয়। তবে বোনের ভবিষ্যতের কথা ভেবে এই বছর ভাইয়েরা সাধারণ উপহারের যায়গায় এমন কিছু দিতে পারে যা বোনকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে।
আরও পড়ুন: ভুলেও পোস্ট অফিসের সেভিংস স্কিমে বিনিয়োগ করা উচিত নয়, কারণ জানতে চোখ রাখুন এখানে
advertisement
ভবিষ্যতে বোনকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ভাইয়েরা নিচের তালিকায় দেওয়া বিনিয়োগগুলি উপহার হিসাবে দিতে পারে।
ফিক্সড ডিপোজিট (এফডি): ভাই উপহার হিসেবে এককালীন টাকা জমা দিয়ে বোনের নামে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারে।
মিউচুয়াল ফান্ড: ভাই বোনের জন্য মিউচুয়াল ফান্ডে এককালীন টাকা জমা দিতে পারে। মিউচুয়াল ফান্ডে সুদের হারও তুলনামূলক বেশি।
স্বাস্থ্য বিমা: রাখি বন্ধনের উপহার হিসেবে ভাই বোনের নামে স্বাস্থ্য বিমা করে তার প্রিমিয়াম প্রদান করতে পারে। স্বাস্থ্য বিমা বিভিন্ন রকমের হয় যেখান থেকে সামর্থ্য মতো একটি বিকল্প বেছে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন: খালি দুধের প্যাকেট নিয়ে গেলে এই পেট্রোল পাম্পে বিপুল কম দামে মিলবে পেট্রোল
ডিজিটাল গোল্ড: আমাদের ভারতীয় সংস্কৃতিতে উপহার হিসেবে সোনা দেওয়ার রীতি বহু পুরনো। তবে সোনার গয়নার তুলনায় ডিজিটাল গোল্ড অনেক বেশি লাভজনক। গয়নার ক্ষেত্রে একবারে অনেক টাকা বিনিয়োগ করতে হয় যেখানে ডিজিটাল গোল্ডে বোনের জন্য ৫০০ টাকা থেকে লক্ষাধিক টাকা বিনিয়োগ করা যাবে।
স্টক: রাখি বন্ধনে স্টক উপহার দেওয়ায় একটি ভাল বিকল্প। ভাইয়েরা ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করে একটি ব্লু চিপ কোম্পানিতে লগ্নি করতে পারেন। শেয়ার বাজারের বিষয়ে বিশেষ জ্ঞান না থাকলে বিনিয়োগের আগে একবার বাজার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।