বিগত পাঁচ বছর ধরে প্রচুর বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন কেমিকেল সেক্টরে (Chemical Sector)। এমনকী গত এক বছরে এই সেক্টর বিনিয়োগকারীদের বড়সড় মুনাফার মুখ দেখিয়েছে। বিনিয়োগকারীদের ইতিবাচক প্রবণতা দেখে কেমিকেল সেক্টর নিয়ে বেশ আশাবাদী বিশ্লেষকেরাও। বর্তমানে তাঁরা আশা করছেন যে, আগামী পাঁচ বছরে ভারতের বিশেষ রাসায়নিক ব্যবসা দ্বিগুণ বেড়ে যাবে। আসলে চিন থেকে নিজেদের ব্যবসা শিফট করছে বিভিন্ন সংস্থা, যার সব থেকে বেশি সুবিধা পাচ্ছে আমাদের দেশ। তা-হলে দেখে নেওয়া যাক, কেমিকেল সেক্টরের কোন তিনটি মাল্টিব্যাগার স্টক দুর্দান্ত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
advertisement
আরও পড়ুন: 'আমি জানতাম দিদি আমার পাশে দাঁড়াবে', মমতার মন্তব্যে যেন প্রাণ ফিরে পেলেন 'কেষ্ট'
ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ (Fine Organic Industries):
সংবাদমাধ্যম লাইভ মিন্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই সংস্থাটি খাবার, প্লাস্টিক, রবার, পেইন্ট, কালি, প্রসাধনী, কোটিংস, টেক্সটাইল এবং টেক্সটাইল জাতীয় বিশেষ অ্যাডিটিভের অন্যতম প্রধান প্রস্তুতকারক। ২০২১ সালের অগাস্ট মাসে এই শেয়ারের দাম ছিল ২,৮৯০ টাকা। এক বছরে এই স্টকটি ১১৫ শতাংশ বেড়ে ৬,২০৯ টাকা হয়ে গিয়েছে।
গুজরাত ফ্লুরোকেমিকেলস লিমিটেড (Gujarat Fluorochemicals Limited):
বিগত ৩০ বছর ধরে ফ্লোরিন কেমিস্ট্রির ব্যবসায় রয়েছে এই কোম্পানিটি। ফ্লুরোপলিমার, ফ্লুরোস্পেশালিটি, রেফ্রিজারেন্ট এবং রাসায়নিক তৈরিতে বিশেষ দক্ষতা অর্জন করেছে জিএফএল। গত এক বছরে গুজরাত ফ্লুরোকেমিকেলস লিমিটেডের স্টক বিনিয়োগকারীদের ১০৬ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।
গুজরাত নর্মদা ভ্যালি ফার্টিলাইজারস অ্যান্ড কেমিকেলস (Gujarat Narmada Valley Fertilisers & Chemicals-GNFC):
১৯৮২ সালে বিশ্বের বৃহত্তম একক স্ট্রিম অ্যামোনিয়া-ইউরিয়া সার কমপ্লেক্সের সঙ্গে উৎপাদন এবং বিপণন গতিবিধি শুরু করে জিএনএফসি। বছরের পর বছর ধরে জিএনএফসি সংস্থাটি তাদের রাসায়নিক, সার এবং ইলেকট্রনিক্সের ব্যবসাকে চারিদিক থেকে বৃদ্ধি করেছে। গত বছর কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের ১০৭ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।