TRENDING:

Gold Hallmark: বন্ধ হতে চলেছে সোনার গয়নার হলমার্কিং ব্যবস্থা? জেনে নিন কী প্রস্তুতি নিচ্ছে সরকার!

Last Updated:

জানা গিয়েছে, এবার থেকে শুধুমাত্র নতুন ৬ ডিজিটের এইচইউআইডি হলমার্কিং থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোনার গয়নায় হলমার্ক থাকে। এটাই সোনার বিশুদ্ধতা নিশ্চিত করে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উপদেষ্টা কমিটির বৈঠকে পুরনো হলমার্কিং ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যেই চার ডিজিটের হলমার্কিং সিস্টেম উঠে যাবার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এবার থেকে শুধুমাত্র নতুন ৬ ডিজিটের এইচইউআইডি হলমার্কিং থাকবে।
advertisement

দেশের ২৮৮ জেলায় জুয়েলারি হলমার্কিং বাধ্যতামূলক: ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) জুয়েলারি হলমার্ক মানকে বাধ্যতামূলক করতে আরও ৪৩টি জেলাকে যুক্ত করা হবে করবে। বর্তমানে সারা দেশে প্রায় ২৮৮টি জেলায় জুয়েলারি হলমার্কিং বাধ্যতামূলক। একটি প্রতিবেদন অনুসারে, বিআইএস মহাপরিচালক প্রমোদ কুমার তিওয়ারি বলেছেন, ‘পণ্যের হলমার্কিংয়ের ক্ষেত্রে জেলা কভারেজ বাড়ছে। হলমার্ক মান বাধ্যতামূলক সম্মতির আওতায় আরও ৪৩টি জেলাকে যুক্ত করা হবে’।

advertisement

আরও পড়ুন: হিম ও ঠান্ডায় সর্ষে চাষে ব্যাপক ক্ষতি,বিশেষ গিরদাওয়ারির প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নিবন্ধিত অপারেটিভ জুয়েলার্সের সংখ্যা দেড় লাখের বেশি: বিআইএস স্ট্যান্ডার্ডের অধীনে নিবন্ধিত অপারেটিভ জুয়েলার্সের সংখ্যা ২০২২-২৩ আর্থিক বছরে ১,৩৭,৩১৫ থেকে বেড়ে ১,৫১,০৫২ হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষেই ১৩,৭৩৭ টি নতুন লাইসেন্স ইস্যু করা হয়েছিল। স্ট্যান্ডার্ড অথরিটির রেফারেল ল্যাবের সংখ্যা ৪ থেকে বেড়ে হয়েছে ৭। প্রতিবেদনে বলা হয়েছে, বিআইএসের আরেক কর্মকর্তা বলেছেন, ‘আমরা বাজারে নজরদারিও বাড়িয়েছি, যা প্রায় দ্বিগুণ হয়েছে’।

advertisement

আরও পড়ুন: রেগুলার পে-আউট না কি মেয়াদপূর্তির পরে সুদ? কোন ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা উচিত?

গত বছরের অগাস্টে, সরকার জানিয়েছিল যে চলতি আর্থিক বছরের এপ্রিল-জুলাই মাসে প্রায় ৩.৭ কোটি গয়না হলমার্কিং করা হয়। সোনার গয়নার বাধ্যতামূলক হলমার্কিং গত বছরের ১৬ জুন থেকে কার্যকর হয়েছে। ২০২১-২২ সালে ৮.৬৮ কোটি গয়নায় হলমার্ক করা হয়েছিল। ১ এপ্রিল ২০২২ থেকে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত ৩.৭ কোটি আইটেম হলমার্ক করা হয়। একটি বিবৃতিতে এই পরিসংখ্যানপ্রকাশ করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

হলমার্কিং কী: সোনার গুণমান নিশ্চিত করার জন্যই হলমার্কিং করা হয়। হলমার্ক করা সোনার গয়না বিআইএস লোগো বা বিশুদ্ধতা গ্রেড এবং একটি ৬ সংখ্যার আলফানিউমেরিক কোড থাকে। সোনা আসল না নকল সেটা সনাক্ত করতেও হলমার্কিং করা প্রয়োজন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Hallmark: বন্ধ হতে চলেছে সোনার গয়নার হলমার্কিং ব্যবস্থা? জেনে নিন কী প্রস্তুতি নিচ্ছে সরকার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল