TRENDING:

পেনশনভোগীদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি, না হলে পড়তে হবে বড় সমস্যায়

Last Updated:

নোটিস জারি করা সত্ত্বেও এর তরফে পাসবুকে পিপিও নম্বর না থাকার কারণে অভিযোগ জানিয়েছে Pensioners Welfare Association ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পেনশনভোগীদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ পাসবুকে পেনশন পেমেন্ট অর্ডার (PPO) থাকা বাধ্যতামূলক ৷ অনেক সময় দেখা গিয়েছে যে ব্যাঙ্ক পেনশনভোগীদের পিপিও নম্বর দেয় না ৷ জানেন কী পিপিও নম্বর না থাকায় সমস্যায় পড়তে হতে পারে পেনশনভোগীদের ৷
advertisement

সম্প্রতি অর্থ মন্ত্রকের পেনশন বিভাগ পেনশনভোগীদের পাসবুকে পিপিও নম্বর বাধ্যতামূলক করা নিয়ে মেমোরেন্ডাম জারি করেছে ৷ এর আগেও এই বিষয়ে মেমোরেন্ডাম জারি করা হয়েছিল ৷

নোটিস জারি করা সত্ত্বেও এর তরফে পাসবুকে পিপিও নম্বর না থাকার কারণে অভিযোগ জানিয়েছে Pensioners Welfare Association ৷

পেনশন পাসবুকে পিপিও নম্বর না থাকলে অ্যাকাউন্ট ট্রান্সফার করার ক্ষেত্রেও সমস্যা হতে পারে ৷ কোনও পরিস্থিতিতে ডুপ্লিকেট পিপিও এর জন্য আবেদন করার সময়ও সমস্যা হতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাশাপাশি লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রেও পিপিও নম্বর দেওয়া বাধ্যতামূলক ৷ নভেম্বর ৩০ লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ ৷ তাই এখনও যদি লাইফ সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন তাহলে শীঘ্রই জমা দিয়ে দিন ৷ না হলে বন্ধ হয়ে যাবে আপনার পেনশন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পেনশনভোগীদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি, না হলে পড়তে হবে বড় সমস্যায়