দেশের তৃতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদার তরফে ট্যুইটে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷ ট্যুইটে বলা হয়েছে,‘প্রিয় গ্রাহক, বিজয়া এবং দেনা ব্যাঙ্কের IFSC Code ১ মার্চ ২০২১ থেকে বদল করা হয়েছে ৷ এই দুটি ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে নতুন কোড পেয়ে যাবেন ৷’ আইএফএসসি সংক্রান্ত কোনও সমস্যা থাকলে 1800 258 1700 টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন, বা ব্যাঙ্কের শাখায় যেতে পারেন ৷
advertisement
এর পাশাপাশি "MIGR
IFSC ১১ ডিজিটের হয়ে থাকে ৷ শুরুতে ব্যাঙ্কের নাম থাকে ৷ ইলেক্ট্রনিক পেমেন্টের সময় এই কোড ব্যবহার করা হয়ে থাকে ৷ ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চ ওই কোড দিয়ে ট্র্যাক করা হয়ে থাকে ৷