TRENDING:

Train Cancelled: ট্রেন বাতিল হলে কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা, জেনে নিন ....

Last Updated:

Train Cancelled: কীভাবে জানবেন কোনও ট্রেন বাতিল করা হয়েছে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শীতকালে খারাপ আবহাওয়া ও কুয়াশার জেরে একাধিক ট্রেন বাতিল করতে বাধ্য হয়ে থাকে ভারতীয় রেল ৷ বৃহস্পতিবার প্রায় ৪০০-র বেশি ট্রেন বাতিল করা হয়েছিল এবং বেশ কিছু ট্রেনের রুটও বদল করা হয়েছিল ৷ এছাড়াও অনেক সময় লাইন মেইনটেনেন্সের কারণেও বাতিল করতে হয় ট্রেন ৷
advertisement

আরও পড়ুন: মাত্র একবার প্রিমিয়াম দিয়ে সারাজীবন প্রতি মাসে পেয়ে যাবেন ১২০০০ টাকা !

রেলের তরফে ট্রেন বাতিল করা হলে অটোমেটিক রিফান্ড হয়ে যায় টাকা

আপনার কাছে ই-টিকিট থাকলে ট্রেন বাতিল হলে টিকিট ক্যান্সেল করার দরকার পড়ে না ৷ ট্রেন বাতিল হলে টিকিটের টাকা নিজে থেকেই আপনার অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যায় ৷ এই ক্ষেত্রে টিকিট ডিপোজিট রিসিপ্ট অর্থাৎ টিডিআর ফাইল করারও দরকার পড়ে না ৷

advertisement

আরও পড়ুন: সুখবর! সস্তায় বাড়ি কেনার সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, দেখে নিন কী করতে হবে.....

আপনার ট্রেন লেট থাকলে পেয়ে যাবেন পুরো টাকা -

আপনার ট্রেন ৩ ঘণ্টার বেশি লেট থাকলে এবং আপনি যাত্রা না করলে ট্রেন ছাড়ার আগে টিডিআর ফাইল করতে হয় ৷ টিডিআর ফাইল করার জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে লগইন করতে হবে ৷ এরপর My Account এ গিয়ে My Transaction অপশন সিলেক্ট করতে হবে ৷ এরপর File TDR এ ক্লিক করত হবে ৷

advertisement

এই ভাবে কাউন্টার টিকিট অনলাইনে ক্যান্সেল করতে পারবেন

কাউন্টার টিকিট অনলাইনে ক্যানসেল করার জন্য https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf লিঙ্কে ক্লিক করতে হবে ৷ এখানে নিজের পিএনআর নম্বর, ট্রেন নম্বর ও ক্যাপচা অপশন দেওয়ার পর ক্যান্সেলেশন রুল বক্সে ক্লিক করতে হবে ৷ এরপর সাবমিট বটনে ক্লিক করতে হবে৷ এবারে বুকিংয়ের সময়ে ফর্মে যে নম্বর দিয়েছেন তাতে ওটিপি আসবে ৷ ওটিপি দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে ৷ ওটিপি দেওয়ার পর পিএনআর সংক্রান্ত ডিটেল দেখতে পাবেন ৷ পিএনআর ভেরিফাই করার পর ক্যানসেল টিকিটের অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরে রিফান্ডের টাকা পেজে দেখা যাবে ৷ সঙ্গে বুকিং ফর্মে দেওয়া নম্বরে কনফার্মেশন মেসেজ চলে আসবে, যেখানে পিএনআর ও রিফান্ড সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে ৷

advertisement

আরও পড়ুন: আজও অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে জ্বালানির দাম কত....

কীভাবে জানবেন কোনও ট্রেন বাতিল করা হয়েছে ?

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

যাত্রীদের সুবিধার্থে বাতিল হওয়া ট্রেনের লিস্ট ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া থাকে ৷ পাশাপাশি NTES app এ এই বিষয়ে জানতে পারবেন ৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইটে যেতে হবে ৷ ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস জানতে পারবেন সহজেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Cancelled: ট্রেন বাতিল হলে কী ভাবে ফেরত পাবেন টিকিটের টাকা, জেনে নিন ....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল