TRENDING:

১০ টাকার এই নোট রয়েছে আপনার কাছে ? তাহলে বাড়িতে বসেই পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা....

Last Updated:

১০ টাকার এই নোটের জন্য আপনি পেয়ে যেতে পারেন ৫ লক্ষ টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজকাল বিভিন্ন অনলাইন ওয়েবাসইটে অ্যান্টিক কয়েন ও নোট নিলাম হয়ে থাকে ৷ আপনার কাছেও এরকম কোনও নোট থাকলে বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা ৷ এর জন্য ওই নোটের ছবি তুলে অনলাইনে নিলামির জন্য আপলোড করতে হবে ৷
advertisement

১০ টাকার এই নোট থাকলে জানবে আপনি লটারি পেয়ে গিয়েছেন ৷ কারণ এই একটা নোটের জন্য আপনি পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা ৷ নোটে ৭৮৬ নম্বর থাকতে হবে ৷ এই নোট আপনি ই-বে (Ebay) ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন ৷

ক্লিক ইন্ডিয়া-র (Click India)ওয়েবাসইটে আপনি পুরনো নোট বিক্রি করতে পারবেন ৷ এছাড়া ক্লিক ইন্ডিয়া সাইট হোয়াটসঅ্যাপে সরাসরি বিক্রি করার লিঙ্ক দিয়ে থাকে ৷ ১০ টাকার এই নোটের জন্য আপনি পেয়ে যেতে পারেন ৫ লক্ষ টাকা ৷

advertisement

>> অনলাইন নিলামির জন্য প্রথমে আপনার কাছে থাকা নোটের ছবি তুলতে হবে

>> এরপর ক্লিক ইন্ডিয়া সাইটে নিজেকে সেলার হিবেসে রেজিস্টার করতে হবে

>> নোটের ছবি সাইটে আপলোড করতে হবে

>> যাঁরা এই নোট কিনতে ইচ্ছুক হবেন তাঁরা আপনার সঙ্গে যোগাযোগ করবেন

>> আপনি আপনার হিসেবে টাকার মূল্যের ঠিক করে অ্যান্টিক নোট বিক্রি করতে পারবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপনার কাছে ১,২,৫,১০,২০,৫০,১০০,২০০,৫০০, ২০০০ টাকার ৭৮৬ নম্বরের কোনও নোট থাকলে জানবেন আপনি লটারি পেয়ে গিয়েছেন ৷ এই নোটগুলি ই-বে ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১০ টাকার এই নোট রয়েছে আপনার কাছে ? তাহলে বাড়িতে বসেই পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল