চিরকালই বাজারে পুরনো ও অ্যান্টিক জিনিসের বিপুল চাহিদা রয়েছে ৷ আন্তার্জাতিক বাজারে এর চাহিদা অনেকটাই বেশি ৷ সম্প্রতি বেশকিছু মানুষ ওয়েবসাইটে কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন ৷ বর্তমানে বেশ কিছু ই-কমার্স ওয়েবসাইট এই ধরনের সুযোগ দিচ্ছে ৷
ক্যুইন ভিক্টোরিয়ার ১৮৬২ সালের কয়েন ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি করা হয়েছে ৷ এর দাম ১.৫ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ এর জন্য প্রথমে ই-কমার্স ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করাতে রহবে ৷ প্রথমে কয়েনের ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করতে হবে ৷ যিনি কিনতে চাইবেন তিনি সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন ৷ পেমেন্ট ও ডেলিভারির বিষয়ে ও জায়গার বিষয়ে কথা বলে নিতে পারবেন ৷
advertisement
এছাড়া পুরনো নোট বা কয়েন নিলাম করতে পারবেন OLX বা India Mart প্ল্যাটফর্মে ৷ এখানে আপনাকে লগইন আইডি তৈরি করতে হবে ৷ নিলামির জ্যন কয়েন বা নোটের ছবি শেয়ার করতে হবে ৷ প্রচুর মানুষ পুরনো নোট কনিতে চান ৷ এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের কাছে ভাল টাকায় বিক্রি করতে পারবেন ৷