নমিনি করার অর্থ হল কোনও ব্যক্তিকে নির্বাচন করা। এতে পিএফ অ্যাকাউন্টধারীর মৃত্যুর পর তাঁর গচ্ছিত টাকা সেই মনোনীত ব্যক্তির কাছেই যাবে। ই-মনোনয়ন পিএফ অ্যাকাউন্টধারক এবং তাঁর পরিবারের জন্য পিএফ সুবিধা পেতে খুবই সহায়ক হয়। যদি কোনও পিএফ গ্রাহক মারা যান, তবে ই-মনোনয়ন করা থাকলে খুব সহজেই অনলাইন দাবি এবং ভবিষ্য তহবিল, পেনশন, বিমা সুবিধার নিষ্পত্তি করা যায়। ই-মনোনয়নের জন্য অ্যাকাউন্টধারকের একটি সক্রিয় ইউএএন নম্বর চাই। এবং মোবাইল নম্বরের সঙ্গে আধারের লিঙ্ক থাকা আবশ্যক। অ্যাকাউন্টধারী ঘরে বসে অনলাইনেও ই-মনোনয়ন করতে পারেন।
advertisement
আরও পড়ুন: দশ বছরে ১১০০০ শতাংশের বাম্পার রিটার্ন! বিনিয়োগকারীদের কোটিপতি করেছে এই স্টক
নমিনি কাকে করা যায়:
পিএফ অ্যাকাউন্ট হোল্ডার শুধুমাত্র তাঁর পরিবারের সদস্যদের নমিনি করতে পারেন। যদি কোনও ব্যক্তির পরিবার না থাকে, সে ক্ষেত্রে তিনি অন্য কোনও ব্যক্তিকেও তাঁর মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন। অন্য কাউকে নমিনি করার পর যদি পরিবারের কোনও সদস্যের খোঁজ পাওয়া যায়, তা হলে পরিবারের বাইরের সদস্যের মনোনয়ন বাতিল হয়ে যায়। যদি কোনও পিএফ অ্যাকাউন্ট হোল্ডার নমিনি না করেই মারা যান, তবে পরিবারের সদস্যদের পিএফের টাকা পেতে বহু সমস্যায় পড়তে হয়। পিএফ পাওয়ার জন্য মৃত ব্যক্তির উত্তরাধিকারিকে দেওয়ানি আদালত থেকে শংসাপত্র নিতে হবে।
আরও পড়ুন: SBI গ্রাহকদের জন্য বড় ধাক্কা! বাড়ি ও গাড়ির লোনের জন্য দিতে হবে বেশি টাকা
অনলাইনে ই-নমিনেশনের পদ্ধতি:
১। প্রথমে ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইট epfindia.gov.in-এ লগ ইন করতে হবে।
২। এ বার 'পরিষেবা' ট্যাবে, ড্রপ-ডাউন মেনু থেকে 'কর্মচারীদের জন্য' ট্যাবে ক্লিক করতে হবে।
৩। এখন অ্যাকাউন্টধারীকে লগ ইন করতে হবে। দিতে ইউএএন নম্বর।
৪। এরপর ম্যানেজ ট্যাব আসবে। এখানেই ই-নমিনিশেনের যাবতীয় তথ্য দিতে হবে।
৫। প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। তারপর দিতে নমিনির বিবরণ। সব পূরণ করার পর সংরক্ষণে বা সেভ-এ ক্লিক করতে হবে।
৬। এরপর ই-সাইন আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট হোল্ডারের আধার নম্বর দিতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা পূরণ করলেই নমিনেশন আপডেট করা হবে।