নমিনেশন করা থাকলে মৃত আমানতকারীর দাবি নিষ্পত্তির প্রক্রিয়াটা সহজ হয়ে যায়। লকারে থাকা সম্পত্তি কে পাবেন, তা ব্যাঙ্কের জানা থাকে। এর জন্য আমানতকারীকে শুধু একটা ফর্ম পূরণ করতে হয়।
আরও পড়ুন: এক নজরে দেখে নিন দেশের ৬ সেরা সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম!
নমিনি থাকলে: আমানতকারীর মৃত্যুর পর লকার অ্যাক্সেস করতে পারেন নমিনি। তবে তাঁর কাছে আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি পরিচয়পত্র থাকতে হবে। সে সব দেখাতে হবে ব্যাঙ্ককে। পাশাপাশি যিনি লকার ভাড়া করেছেন তাঁর ডেথ সার্টিফিকেটও দেখাতে হবে। নমিনি লকার থেকে জিনিসপত্র নেওয়ার আগে দুজন স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে ব্যাঙ্ক মনোনীত ব্যক্তি লকারে থাকা সম্পত্তির একটি তালিকা করবেন।
advertisement
আরও পড়ুন: খুব অল্প মূলধনে শুরু করা যায় নতুন ব্যবসা, কী ভাবে দেখে নিন এক নজরে
নমিনি না থাকলে: নমিনি করা না থাকলে মৃত আমানতকারীর ডেথ সার্টিফিকেট দেখিয়ে তাঁর আইনত উত্তরাধিকারী লকারের জিনিসপত্র নিতে পারবেন। তবে তিনিই উত্তরাধিকারী কি না তা নথিপত্র সহযোগে প্রমাণ করতে হবে। আইনি উত্তরাধিকারীকে সেফ ডিপোজিট লকারের সম্পত্তি দেওয়ার আগে ব্যাঙ্ক দুই স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে লকারে থাকা সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করবে। যদি মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারী লকারটি চালিয়ে যেতে চান তবে তার জন্য একটি নতুন চুক্তি করতে হবে।
যদি লকারটি যৌথভাবে খোলা হয় এবং উভয় লকার হোল্ডার একজন নমিনি নিযুক্ত করে থাকেন, তাহলে লকার হোল্ডারের একজনের মৃত্যুতে নমিনি অন্য লকার হোল্ডারকে সঙ্গে নিয়ে লকারে প্রবেশ করতে পারবেন। যাই হোক, যৌথভাবে খোলা লকার পরিচালনার ক্ষেত্রে, দুধরনের মোড হয় - ‘আইদার অর সারভাইভার’ এবং 'এনিওয়ান অর সারভাইভার’। 'এনিওয়ান অর সারভাইভার’ মোড সেট করা থাকলে কেবল বেঁচে থাকা লকার হোল্ডারই লকারটি ব্যবহার এবং এর সম্পত্তি সরানোর অনুমতি পাবেন। যৌথ হোল্ডারের মৃত্যুতে, মৃত ব্যক্তির নমিনি লকার ব্যবহার করতে পারবেন।