TRENDING:

Bank Locker: নমিনি না করেই লকার হোল্ডারের মৃত্যু? এখন সম্পত্তি কে পাবে? দেখে নিন বিস্তারিত!

Last Updated:

নমিনেশন না করেই যদি কোনও ব্যক্তির মৃত্যু হয় তাহলে লকারের সম্পত্তির কী হবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দামি গয়না, সম্পত্তির কাগজপত্র, উইল ইত্যাদি গুরুত্বপূর্ণ নথি নিরাপদে রাখতে ব্যাঙ্ক লকারই ভরসা। সেভিংস অ্যাকাউন্ট, এফডি এবং অন্যান্য স্কিমের মতো ব্যাঙ্ক লকার নেওয়ার সময়েও নমিনি করতে হয়। যাতে লকার ভাড়া নেওয়া ব্যক্তির মৃত্যু হলে তাতে রাখা জিনিসপত্র উত্তরাধিকারের কাছে পৌঁছে দেওয়া যায়। এখন নমিনেশন না করেই যদি কোনও ব্যক্তির মৃত্যু হয় তাহলে লকারের সম্পত্তির কী হবে?
advertisement

নমিনেশন করা থাকলে মৃত আমানতকারীর দাবি নিষ্পত্তির প্রক্রিয়াটা সহজ হয়ে যায়। লকারে থাকা সম্পত্তি কে পাবেন, তা ব্যাঙ্কের জানা থাকে। এর জন্য আমানতকারীকে শুধু একটা ফর্ম পূরণ করতে হয়।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন দেশের ৬ সেরা সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম!

নমিনি থাকলে: আমানতকারীর মৃত্যুর পর লকার অ্যাক্সেস করতে পারেন নমিনি। তবে তাঁর কাছে আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি পরিচয়পত্র থাকতে হবে। সে সব দেখাতে হবে ব্যাঙ্ককে। পাশাপাশি যিনি লকার ভাড়া করেছেন তাঁর ডেথ সার্টিফিকেটও দেখাতে হবে। নমিনি লকার থেকে জিনিসপত্র নেওয়ার আগে দুজন স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে ব্যাঙ্ক মনোনীত ব্যক্তি লকারে থাকা সম্পত্তির একটি তালিকা করবেন।

advertisement

আরও পড়ুন:  খুব অল্প মূলধনে শুরু করা যায় নতুন ব্যবসা, কী ভাবে দেখে নিন এক নজরে

নমিনি না থাকলে: নমিনি করা না থাকলে মৃত আমানতকারীর ডেথ সার্টিফিকেট দেখিয়ে তাঁর আইনত উত্তরাধিকারী লকারের জিনিসপত্র নিতে পারবেন। তবে তিনিই উত্তরাধিকারী কি না তা নথিপত্র সহযোগে প্রমাণ করতে হবে। আইনি উত্তরাধিকারীকে সেফ ডিপোজিট লকারের সম্পত্তি দেওয়ার আগে ব্যাঙ্ক দুই স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে লকারে থাকা সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করবে। যদি মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারী লকারটি চালিয়ে যেতে চান তবে তার জন্য একটি নতুন চুক্তি করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

যদি লকারটি যৌথভাবে খোলা হয় এবং উভয় লকার হোল্ডার একজন নমিনি নিযুক্ত করে থাকেন, তাহলে লকার হোল্ডারের একজনের মৃত্যুতে নমিনি অন্য লকার হোল্ডারকে সঙ্গে নিয়ে লকারে প্রবেশ করতে পারবেন। যাই হোক, যৌথভাবে খোলা লকার পরিচালনার ক্ষেত্রে, দুধরনের মোড হয় - ‘আইদার অর সারভাইভার’ এবং 'এনিওয়ান অর সারভাইভার’। 'এনিওয়ান অর সারভাইভার’ মোড সেট করা থাকলে কেবল বেঁচে থাকা লকার হোল্ডারই লকারটি ব্যবহার এবং এর সম্পত্তি সরানোর অনুমতি পাবেন। যৌথ হোল্ডারের মৃত্যুতে, মৃত ব্যক্তির নমিনি লকার ব্যবহার করতে পারবেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Locker: নমিনি না করেই লকার হোল্ডারের মৃত্যু? এখন সম্পত্তি কে পাবে? দেখে নিন বিস্তারিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল