আরও পড়ুন: প্রত্যেক মাসে ২৫০০ টাকা আয় করার এটাই সেরা অপশন
ব্যাঙ্কের ওয়েবসাইট বর্তমান তথ্য অনুযায়ী, ICICI Bank Emerald Credit Card ছাড়া অন্যান্য ক্রেডিট কার্ডের লেট পেমেন্ট চার্জে বদল করেছে ৷ আপনার মোট বকেয়া টাকা ১০০ টাকার কম হলে ব্যাঙ্ক আপনার থেকে কোনও চার্জ নেওয়া হবে ৷ বকেয়া টাকা যদি বেশি হবে চার্জও তত বেশি হবে ৷ ৫০,০০০ টাকা বা তার বেশি বকেয়া টাকা হলে ব্যাঙ্ক অধিকতম ১২০০ টাকা চার্জ করবে ৷ ব্যাঙ্কের নতুন রেট ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে লাগু করা হবে ৷
advertisement
আরও পড়ুন: রান্নার গ্যাস বুকিংয়ে পেয়ে যাবেন ৭৫ টাকা ডিসকাউন্ট, দেখে নিন কী করতে হবে....
এছাড়া ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে আইসিআইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে ক্যাশ অ্যাডভান্সের বিষয়ে ট্রানজাকশন ফি অ্যাডভান্স অ্যামাউন্টে ২.৫০ শতাংশ থাকবে, যা কমপক্ষে ৫০০ টাকা হবে ৷ চেক রিটার্ন ফি বা অটো ডেবিট রিটার্ন ফি, টোটাল ডিউ অ্যামাউন্টের ২ শতাংশ থাকবে যা কমপক্ষে ৫০০ টাকা হবে ৷
আরও পড়ুন: জারি পেট্রোল ও ডিজেলের নতুন দাম, দেখে নিন আপনার শহরে কত হল.....
এছাড়া ICICI ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে চেক রিটার্ন ফি ও অটো ডেবিট রিটার্ন ফি এর বিষয়ে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ৫০ টাকা ও জিএসটি আলাদা ভাবে কাটা হবে ৷ রিভাইজড ফি স্ট্রাকচারের বিষয়ে বেশি তথ্য জানতে চাইলে https://www.icicibank.com/managed-assets/docs/personal/F-nd-C-TnC-Dec-21-Revised-Charges.pdf লিঙ্কের ক্লিক করুন ৷