১ জানুয়ারি ১৯৯৯-এ, যখন আইসিআইসিআই ব্যাঙ্কের আইপিও প্রথমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে খোলা হয়ে, তখন এর শেয়ারের দাম ছিল মাত্র ৪.০৮ টাকা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার ৮৯৯.৬০ টাকায় বন্ধ হয়েছে। অর্থাৎ এই স্টকটি গত ২৩ বছরে তার বিনিয়োগকারীদের প্রায় ২১,৯৫০ শতাংশের বিপুল রিটার্ন দিয়েছে।ব
আরও পড়ুন: রানি এলিজাবেথের সম্পত্তির পরিমাণ ঠিক কত? আয়ের উৎস কি জানেন? দেখে নিন
advertisement
রিটার্নের হিসেব: যদি কোনও বিনিয়োগকারী আইপিও খোলার সময় অর্থাৎ ১৯৯০ সালের ১ জানুয়ারি আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তিনি ২.২০ কোটি টাকার মালিক হতেন। কোনও বিনিয়োগকারী যদি ৫০ হাজার টাকা বিনিয়োগ করতেন তাহলেও সেই টাকা বেড়ে ১.১০ কোটি টাকা হয়ে যেত। অর্থাৎ অল্প বিনিয়োগে কোটিপতি হওয়ার সুযোগ।
শেয়ার বাজারে ব্যাঙ্কের বর্তমান কর্মক্ষমতা: তবে শুধু গত ২৩ বছর নয়, হালফিলেও ব্যাপক পারফরমেন্স দেখাচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। গত এক মাসে এর শেয়ারের দাম বেড়েছে ৬ শতাংশ। গত এক বছরের হিসেবে চোখ বোলালে দেখা যাবে আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার ২৪.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, গত ৫ বছরে তার বিনিয়োগকারীদের ২০৮.৫০ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।
আরও পড়ুন: রেশন কার্ডের সঙ্গে আধার যোগ কেন করবেন? দুর্নীতির হদিশে চাঞ্চল্য দেশে!
এখন আরও ভাল রিটার্ন মিলতে পারে: বিশ্লেষকরা এই ব্যাঙ্কের শেয়ার ৩৫ শতাংশ বৃদ্ধির আশা করছেন। মর্গ্যান স্ট্যানলির বিশ্লেষকরা ৬ সেপ্টেম্বর একটি নোট জারি করে সমগ্র ব্যাঙ্কিং খাতকে পুনরায় রেটিং দেয়। এতে আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের সর্বোচ্চ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। মর্গ্যান স্ট্যানলি আইসিআইসিআই ব্যাঙ্কের লক্ষ্য মূল্য বর্তমান বাজার মূল্য থেকে প্রায় ৩৫ শতাংশ বাড়িয়েছে। যার কারণে এর দাম এখন ১,০৪০ টাকা থেকে বেড়ে ১,২২৫ টাকা চলছে।