TRENDING:

ICICI Bank Monthly Average Balance: ১০ হাজারেও হবে না, মাসিক গড় ব্যালান্স রাখতে হবে কত? বড় সিদ্ধান্ত নিল ICICI ব্যাঙ্ক

Last Updated:

গ্রাহকদের সুবিধা হিসেবে এবার থেকে মাসে তিন বার নগদে টাকা জমা দেওয়ার সুযোগ দেবে আইসিআইসিআই ব্যাঙ্ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১ অগাস্ট থেকে গ্রাহকদের মাসিক গড় ব্যালান্স ১০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করে দিল আইসিআইসিআই ব্যাঙ্ক৷ সব ধরনের গ্রাহকদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে৷
ফাইল ছবি- রয়টার্স৷
ফাইল ছবি- রয়টার্স৷
advertisement

আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়েছে, মেট্রো এবং আর্বান এলাকায় ১ অগাস্ট থেকে যে নতুন গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, তাঁদের মাসিক গড় ব্যালান্স ৫০ হাজার টাকা থাকতে হবে৷ তা না হলে জরিমানা আদায় করা হবে৷ আগে এই অঙ্কটা ছিল ১০ হাজার টাকা৷

সেমি আরবান এলাকায় নতুন গ্রাহকদের মাসিক গড় ব্যালান্স ২৫ হাজার টাকা রাখতে হবে৷ গ্রামীণ এলাকায় অঙ্কটা ১০ হাজার টাকাই রাখা হচ্ছে৷ এর আগে সেমি আরবান এবং গ্রামীণ এলাকায় এই গড় মাসিক ব্যালান্সের পরিমাণ ছিল ৫ হাজার টাকা৷

advertisement

ব্যাঙ্কের জারি করা নির্দেশিকা অনুযায়ী যদি গ্রাহকরা গড় মাসিক ব্যালান্স বজায় রাখতে না পারেন সেক্ষেত্রে ঘাটতি টাকার ৬ শতাংশ নয়তো ৫০০ টাকা (যে অঙ্ক কম হবে) জরিমানা আদায় করা হবে৷

গ্রাহকদের সুবিধা হিসেবে এবার থেকে মাসে তিন বার নগদে টাকা জমা দেওয়ার সুযোগ দেবে আইসিআইসিআই ব্যাঙ্ক৷ তার পর থেকে প্রত্যেকবার লেনদেনে ১৫০ টাকা করে দিতে হবে৷ সবমিলিয়ে মাসে ১ লক্ষ টাকা প্রতি মাসে নগদে জমা দেওয়া যাবে৷ তিন বার বিনামূল্যে ব্যাঙ্কে গিয়ে টাকাও তুলতে পারবেন গ্রাহকরা৷

advertisement

আইসিআইসিআই ব্যাঙ্কের এ ভাবে গ্রাহকদের জন্য মাসিক গড় ব্যালান্সের অঙ্ক বাড়িয়ে দেওয়া কিছু অবাক করে দেওয়ার মতোই৷ কারণ অন্যান্য বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি গ্রাহকদের জন্য এই ধরনের নিয়মগুলি আরও সহজ করছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

২০২০ সালেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যূনতম ব্যালান্সের শর্ত প্রত্যাহার করে৷ অন্যান্য ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও এই অঙ্ক ২ হাজার থেকে ১০ হাজারের মধ্যে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ICICI Bank Monthly Average Balance: ১০ হাজারেও হবে না, মাসিক গড় ব্যালান্স রাখতে হবে কত? বড় সিদ্ধান্ত নিল ICICI ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল