আরও পড়ুন: কমবে ওষুধ কেনার খরচ, ডায়াবেটিস- প্রেসার সহ ৮৪টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র
রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি-র বিক্রি জুনে ০.২৩ শতাংশ বেড়ে ২২.৬ লক্ষ টন হয়েছে ৷ জুন ২০২০-র তুলনায় ৯.৬ শতাংশ বেশি এবং জুন ২০১৯ এর তুলনায় ২৭.৯ শতাংশ বেশি ৷ জুন ২০২১ এর তুলনায় এলপিজি বিক্রি ৬ শতাংশের বেশি ৷ একই ভাবে জেট ফুয়েলের (ATF) চাহিদাও বছরে প্রায় দ্বিগুণ হয়ে জুন ২০২২ এ ৫,৩৫,৯০০ টন হয়েছে ৷ জুন ২০২১-এর তুলনায় ১৫০.১ শতাংশ বেড়েছে জুন ২০২২-এ ৷ তবে এখনও জেট ফুয়েলের বিক্রি প্রাক করোনা সময় যখন ৬,১৫,৪০০ টন কম রয়েছে ৷ সূত্রের খবর, এপ্রিলে পেট্রোল ও ডিজেলের দাম ১০ টাকা প্রতি লিটারে বেড়ে যাওয়ায় পেট্রোল ও ডিজেলের চাহিদা অনেকটাই কমে গিয়েছিল ৷
advertisement
আরও পড়ুন: Post office-এর লেনদেনের নিয়মে বড়সড় বদল! লক্ষ লক্ষ গ্রাহক সরাসরি প্রভাবিত
আর্থিক গতিবিধি বৃদ্ধি হওয়ায় এবং করোনার সময় জারি বিধিনিষেধ তুলে নেওয়ায় জ্বালানির চাহিদা বাড়তে শুরু করেছে ৷