TRENDING:

Howrah NJP Vande Bharat Express: বন্দে ভারতের টিকিট কেটে চড়তে হবে অন্য ট্রেনে? সোমবারের হাওড়া-নিউ জলপাইগুড়ি নিয়ে Big আপডেট দিল রেল

Last Updated:

Howrah NJP Vande Bharat Express: হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত নিয়ে আপডেট, সোমবার যাত্রীদের চড়তে হবে অন্য ট্রেনে! বড় ঘোষণা রেলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বন্দে ভারতের টিকিট কেটেও সোমে চড়তে হবে অন্য ট্রেনে! বড় আপডেট দিয়ে এমনই কথা জানিয়ে দিল ইস্টার্ন রেল কর্তৃপক্ষ। পূর্বরেলের তরফে জানানো হয়েছে ১৬ অক্টবর ২০২৩ এর হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত একপ্রেস ট্রেনটি বিকল্প যুবা রেক দিয়ে পরিচালনা করা হবে।
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারতের বড় আপডেট
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারতের বড় আপডেট
advertisement

যান্ত্রিক সমস্যাজনিত কারণেই আগামিকাল অর্থাৎ ১৬.১০.২০২৩ তারিখ অর্থাৎ সোমবার ২২৩০১/২২৩০২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস রেকটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পূর্বরেল সূত্রে।

আরও পড়ুন: বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই! ভেসে যাওয়া সময়ে প্রেমিকাকে শেষ চুমু খেয়ে বাঁচার তাড়না যুবকের

advertisement

যাত্রীদের সুবিধার্থে এবং পরিষেবা বজায় রাখতে রেল কর্তৃপক্ষের তরফে আপ এবং ডাউন উভয়পথে বিকল্প ট্রেনের ব্যবস্থা নেওয়া হয়েছে । বিকল্প রেকটিতে দুটি প্যান্ট্রি কারও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প ট্রেনটি বোলপুর এবং মালদহ টাউন স্টেশনে উভয়দিকেই যাত্রাকালে ১০ মিনিটের জন্য থামবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু ট্রেন বাতিল হলে পাওয়া যাবে তো রিফান্ড? ভাড়ার অতিরিক্ত টাকা মিলবে তো? এই প্রশ্ন উঠছে যাত্রীদের মধ্যে। এই বিষয়ে রেল কর্তৃপক্ষ আগাম জানিয়েছে টিকিটের ফেরতযোগ্য অতিরিক্ত মূল্য নিয়মমাফিক ফেরত দেওয়া হবে। আর মিলবে খাবারও।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Howrah NJP Vande Bharat Express: বন্দে ভারতের টিকিট কেটে চড়তে হবে অন্য ট্রেনে? সোমবারের হাওড়া-নিউ জলপাইগুড়ি নিয়ে Big আপডেট দিল রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল