TRENDING:

New Business Ideas: শুরু করুন ফুলের ব্যবসা; কী লাগবে, কত উপার্জন হবে, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি

Last Updated:

অল্প বিনিয়োগে ঘরেই ফুলের ব্যবসা শুরু করা যায়। ফুল তাজা রাখতে শুধু একটা বড় কুলার এবং জলের স্প্রে লাগবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফুল পচনশীল, নিত্য প্রয়োজনীয় পণ্য। যে কোনও দেশেই জন্ম থেকে মৃত্যু, উৎসব-অনুষ্ঠান থেকে নিত্যপুজো সবেতেই ফুলের আকাশছোঁয়া চাহিদা। ফুলের বাজারও প্রতিদিন বাড়ছে। কিন্তু ফুলের ব্যবসা শুরু করা সহজ নয়। কারণ মেয়াদ। ফুল খুব সহজে নষ্ট হয়। দু-একদিনের বেশি টাটকা রাখা যায় না। তবে ফুল চাষে খুব স্বল্প পুঁজির প্রয়োজন হয়। বাড়িতে ছোট করে ব্যবসা শুরু করা যায়। তারপর ধাপে ধাপে বাড়ানো যেতে পারে। রইল শূন্য থেকে ফুলের ব্যবসা শুরু করার সুলুক সন্ধান—
advertisement

ফুলের ব্যবসার সুবিধা ও অসুবিধা:

অল্প বিনিয়োগে ঘরেই ফুলের ব্যবসা শুরু করা যায়। ফুল তাজা রাখতে শুধু একটা বড় কুলার এবং জলের স্প্রে লাগবে। পাইকারদের থেকে ফুল কিনে খুচরো বা অনলাইনে ব্যবসা শুরু করা যায়। দোকান ঘর নিতে চাইলে জায়গা অনুযায়ী ভাড়া দিতে হবে। ব্যবসা বাড়াতে ফুলের দোকানের পাশাপাশি অনলাইন স্টোর খোলা যায়। শুরু করা যায় ইভেন্ট ডেকরেশনের সাইড বিজনেস। তবে মাথায় রাখতে হবে, এই ব্যবসায় ব্যাপক প্রতিযোগিতা। ফুল বেশিদিন তাজা থাকে না। তাই বিক্রি না হলে পুরোটাই লোকসান।

advertisement

আরও পড়ুন: সরকারি-বেসরকারি চাকুরিজীবীদের জন্য বিরাট খবর! EPFO নিয়ে জানুন জরুরি এই আপডেট

প্রয়োজনীয় দক্ষতা:

ফুল বিক্রেতা হওয়া সহজ কাজ নয়। ফুলের শিল্প-ব্যবসা, এটা কী ভাবে কাজ করে, প্রাথমিক খরচ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যিক। ফুলের নকশা, বিভিন্ন নকশার কৌশল, ফুলের যত্ন নেওয়া, প্রকল্প পরিচালনার দক্ষতা এবং অনলাইন বিক্রি সম্পর্কেও জানতে হবে। অবশ্য বাজেট থাকলে লোক রাখা যায়।

advertisement

ব্যবসা রেজিস্ট্রেশন:

ফুলের ব্যবসা করার জন্য রেজিস্ট্রেশন লাগে না, কিন্তু ফুল সংক্রান্ত অন্য ব্যবসার জন্য লাগে। তাই ব্যবসা শুরু করলে রেজিস্ট্রেশন করাতেই হবে।

আরও পড়ুন: পরবর্তী ৫ বছরে কোন ৫ স্টকে বিনিয়োগ লাভজনক? তালিকা করে দিলেন বিশেষজ্ঞরা!

যা মাথায় রাখতে হবে:

ফুল বিক্রেতাদের যে বিষয়গুলি মাথায় রাখতেই হবে তা হল,

advertisement

ধারালো ক্লিপার, তার, কাঁচি, ফুলের বালতি বা ফুলদানি, ফুলকে তাজা রাখতে রেফ্রিজারেটেড কেস, ডেলিভারির জন্য গাড়ি এবং কর্মচারী।

ব্যবসা থেকে উপার্জন:

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ফুলের ব্যবসায় ১০ থেকে ১২ শতাংশ লাভ করা যায়। বিয়ে, অনুষ্ঠানে ফুলের ডেকরেশনের মতো সাইড বিজনেস শুরু করতে পারলে লাভ আরও বাড়বে। ব্যবসাও বড় হবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: শুরু করুন ফুলের ব্যবসা; কী লাগবে, কত উপার্জন হবে, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল