TRENDING:

3G ফোনে কী ভাবে ব্যবহার করবেন #RelianceJio 4G সিম ?

Last Updated:

বাজারে এসে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্সের জিও ৪জি ৷ জিও নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বাজারে এসে শোরগোল ফেলে দিয়েছে রিল্যায়েন্সের জিও ৪জি ৷ জিও নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ আম্বানির মাল্টি বিলায়ান ডলার এই প্রজেক্টের যাত্রা শুরু হয়েছে  ৫ সেপ্টেম্বর থেকে ৷ ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত  জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যাবে  ৷
advertisement

একগুচ্ছ আকর্ষণীয় পরিষেবার পেতে জিও ৪জি সিমে চাই সকলের ৷ কিন্তু তার জন্য VoLET 4G হ্যান্ডসেট থাকা মাস্ট ৷ কিন্তু যাদের কাছে VoLET 4G কমপ্যাটিবেল হ্যান্ডসেট নেই , এবং যারা এই মুহূর্তে নতুন ফোন কিনতে চাইছেন না তারা কী করবেন ? ২জি বা ৩জি ফোনে চলবে না রিল্যায়েন্স জিও ৪জি ৷ তবে এই পাঁচটি স্টেপ মেনে চললেই ৩জি হ্যান্ডসেটেও ব্যবহার করা যাবে রিল্যায়েন্স জিও ৪জি ৷

advertisement

১. প্রথমে MTK ইঞ্জিনিয়ারিং মোড নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এই অ্যাপটিকে সার্ভিস মোডও বলা হয় ৷ এর সাহায্যে আপনারা আলাদা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ৷

২. গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে ৷ যদি আপনার ফোনে গুগল প্লে স্টোর না থাকে তাহলে থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও অপনি ডাউনলোড করতে পারবেন - http://goo.gl/hs3YCI

advertisement

৩. MTK ইঞ্জিনিয়ারিং মোড অ্যাপ ইনস্টল করার পর সেটা খুলে তাতে মোবাইল স্পেসিফিক কোড দিন ৷ এরপর MTK সেটিংয়ে গিয়ে তাতে আপনি যে নেটওয়ার্ক কানেকশন চাইছেন তাতে ক্লিক করুণ ৷

৪. এরপর নেটওয়ার্ক মোড 4G LT , WCDMA or GSM সিলেক্ট করুণ ৷ নতুন সেটিং সেভ করুণ ও ফোন রিস্টার্ট করুণ ৷

advertisement

৫. যে স্মার্টফোন মিডায়াটেক প্রোসেসরে কাজ করে তাতেই এই পদ্ধতিটি করা সম্ভব ৷ যাদের স্মার্টফোন কোয়ালকম চিপসেটে চলছে তারা শর্টকাট মাস্টার ডাউনলোড করতে পারেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

এই পদ্ধতি মেনে চললে ৩জি ফোনেও ব্যবহার করা যাবে রিল্যায়েন্স জিও সিম ৷ তবে এটা করার আগে ভেবে নিন ভালো করে ৷ যা করবেন নিজের দায়িত্বে করবেন ৷ কারণ আপনার ফোনের কোনও ডেটা উড়ে গেল বা সমস্যা দেখা গেলে তার জন্য আমরা দায়ি নই ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
3G ফোনে কী ভাবে ব্যবহার করবেন #RelianceJio 4G সিম ?