লিঙ্কিংয়ে সমস্যায় হচ্ছে দেখে EPFO এর তরফে লিঙ্কিংয়ের সময়সীমা বাড়িয়ে ১ সেপ্টেম্বর করা হয়েছে ৷ ইপিএফও-র তরফে পিএফ অ্যাকাউন্টে কর্মচারীদের তথ্য অনলাইন আপডেট করার সুবিধা দেওয়া হচ্ছে ৷ নাম, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর ইত্যাদি আপনার আধার নম্বরে দেওয়ার তথ্য থেকে আপডেট করা যেতে পারে ৷ দেখে নিন কীভাবে করবেন -
advertisement
আপনার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে আপনার সংস্থা পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন না ৷ পাশাপাশি লিঙ্কিং না হলে আপনার পিএফ অ্যাকাউন্টের টাকা তোলার ক্লেম করতে পারবেন না ৷
অনলাইনে কীভাবে করবেন লিঙ্ক? দেখে নিন...
>> প্রথমে EPFO ওয়েবসাইটে যেতে হবে
>>এর জন্য https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ লিঙ্কে ক্লিক করতে হবে
>> এরপর আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন
>> এবার Manage সেকশনে KYC বিকল্পে ক্লিক করতে হবে
>> আপনার সামনে EPF অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক করার অপশন আসবে
>> এরপর আধার নম্বর ও আধার কার্ডে দেওয়া আপনার নাম দিয়ে Service এ ক্লিক করতে হবে
>> আপনার দেওয়া তথ্য UIDAI এর তথ্যের সঙ্গে ভেরিফাই করা হবে
>> আপনার KYC ডকুমেন্ট সঠিক থাকলে আধার ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে
আপনি অফলাইনেও পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন
>>"Aadhaar Seeding Application" ফর্ম ফিলআপ করতে হবে
>>সমস্ত তথ্যের সঙ্গে ফর্মে আপনার UAN ও Aadhaar নম্বর দিতে হবে
>>ফর্মের সঙ্গে আপনার ইউএএন, প্যান, আধারের সেলফ অ্যাটাস্টেড কপি দিতে হবে
>>ইপিএফও বা কমন সার্ভিস সেন্টার আউটলেটের ফিল্ড অফিসের আধিকারিকের কাছে জমা করতে হবে ফর্ম
>>ভেরিফিকেশনের পর আপনার আধারের সঙ্গে ইপিএফ অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে
>>এই সংক্রান্ত একটি ম্যাসেজ আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে