আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ সময়সীমা ৩১ মার্চ, ২০২০। এর মধ্যে যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, তাহলে বেশ কিছু সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন আপনি। কী ভাবে প্যান কার্ডের সঙ্গে আধর লিঙ্ক করবেন, পদ্ধতিটা জেনে নিন।
আরও পড়ুন: ছত্তীসগড়েও কয়লা কেলেঙ্কারি! একাধিক কংগ্রেস নেতার বাড়িতে ইডি-র হানা
advertisement
প্যান-আধার লিঙ্ক করার জন্য ১০০০ টাকা দিতে হবে। ৩১ মার্চ, ২০২৩- এর মধ্যে যদি কোনও কার্ডধারক তাদের PAN কে আধারের সাথে লিঙ্ক না করে তবে আইটি বিভাগের পরামর্শ অনুসারে তাদের PAN নম্বরটি নিষ্ক্রিয় হয়ে যাবে৷
কীভাবে জানবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা রয়েছে কি না?
ক) ইলেকট্রনিকভাবে আপনার আয়কর ফাইল করতে incometax.gov.in-এ যান।
খ) 'লিঙ্ক আধার স্ট্যাটাস' -এ যান।
গ) আপনার PAN এবং আধার নম্বর লিখুন, তারপর 'ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস' অপশনটিতে ক্লিক করুন।
ঘ) আপনার PAN আপনার আধারের সাথে লিঙ্ক করা থাকলে আপনার স্ক্রিনেই সেই কথা ভেসে উঠবে।
ঙ) আপনার ১০ অঙ্কের PAN নম্বর> ১২ অঙ্কের আধার নম্বর>
আরও পড়ুন: বাড়ছে আতঙ্ক! এবার অ্যাডিনো ভাইরাসে মৃত্যু কলকাতার আড়াই বছরের শিশুর
আধারের সাথে PAN লিঙ্ক করতে, নীচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:
1. ভারতের আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যান (https://www.incometaxindiaefiling.gov.in/)
2. হোমপেজের 'কুইক লিঙ্ক' সেকশনে গিয়ে সেখানে থাকা 'লিঙ্ক আধার' অপশনে ক্লিক করুন।
3. একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনি আপনার PAN, আধার নম্বর এবং আধারকার্ডে যে বানানে আপনার নাম লেখা রয়েছে তা জায়গা অনুযায়ী লিখতে থাকুন।
4. সব কিছু ফিল আপ করা হয়ে গেলে পেজ-এর শেষে থাকা ক্যাপচা কোড ঠিক করে লিখে নিন। শেষে 'লিঙ্ক আধার' বাটনে ক্লিক করুন।