EPFO অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নম্বর লিঙ্ক না করা থাকলে আটকে যেতে পারে আপনার PF-এর টাকা। সে ক্ষেত্রে যদি আপনি এখনও লিঙ্ক না করিয়ে থাকেন। তাহলে শেষ দিনের আগে এখুনি করে নিন লিঙ্ক।
কিভাবে লিঙ্ক করবেন UAN -এর সঙ্গে আধার কার্ড? তার জন্য কয়েকটি সহজ উপায় রয়েছে। তিনটি উপায় রয়েছে সেক্ষেত্রে ! প্রথমত আপনি UMANG App ব্যবহার করতে পারেন। নাহলে আপনি বায়োমেট্রিক ও KYC portal গিয়ে EPFO অ্যাকাউন্ট(Aadhaar UAN linking) ঠিক করাতে পারেন। এছাড়া অফলাইনেও সরাসরি পিএফের অফিসে গিয়েও করাতে পারেন। তবে ঘরে বসে সহজেই এ কাজ আপনি করে ফেলতে পারবেন। জেনে নিন সেই পদ্ধতি।
advertisement
দেখে নিন কিভাবে আধারের সঙ্গে PF অ্যাকাউন্ট লিঙ্ক করবেন...
১) আপনি অ্যান্ড্রয়েড বা IOS থেকে UMANG App ডাউনলোড করুন।
২) এবার এখানে গিয়ে EPFO লিঙ্কে ক্লিক করুন।
৩) এবার আপানাকে দেখাবে 'eKYC services'।
৪) এবার " Aadhaar seeding' অপশনে ক্লিক করুন। এখানে আপনাকে দেখাবে আপনার UAN বর্তামানে কোন পর্যায়ে আছে।
৫) এবার আপনার UAN নম্বর দিন। তাহলে একটি OTP চলে যাবে রেজিস্ট্রার মোবাইলে। এর পর আধার ডিটেইলস দিন। এবং ওটিপির মাধ্যমে কনফার্ম করে নিন।
EPFO ওয়েবসাইট থেকে PF আ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি...
১) যেকোনো ব্রাউসার থেকে EPFO ওয়েবসাইটে যান । ক্লিক করুন www.epfindia.gov.in -এ।
২) Onlie services সেকশনে যান।
৩) eKYC পোর্টাল লিঙ্কে ক্লিক করুন
৪) এবার 'link UAN Aadhaar' এ ক্লিক করুন। এবং নিজের রেজিস্ট্রার মোবাইলে ওটিপি পান।
৫) ওটিপি ভেরিফিকেশনের পরে আপনি আপনার আধার ডিটেলস দিন। এবার আপনার মোবাইলে আবার ওটিপি যাবে। তখনই বুঝতে পারবেন যে সহজেই লিঙ্ক হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 83 Trailer: ভারতের বুকে ৮৩ আবার নেমে এল ! 83-র ট্রেলার দেখেই মুগ্ধ দর্শক
এছাড়া আপনি সরাসরি অফিসে গিয়ে Aadhaar seeding Application ফ্রম ফিলাপ করেও এই কাজটি করতে পারবেন(Aadhaar UAN linking)। লাস্ট নথি অনুযায়ী ৩০ নভেম্বর অর্থাৎ আজই শেষ দিন। এই কার্ড যোগ করার। তবে যদি আপনি আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তবে এই তথ্য জানার সঙ্গে সঙ্গে আপডেট করিয়ে নিতে পারবেন। পিএফের টাকা সুরক্ষিত রাখতে চাইলে আজই করে ফেলুন এই কাজটি।