কার ওয়াশ
যাঁরা চান তাঁদের গাড়ির রঙ যেন হালকা না হয়, তাঁদের মাথায় রাখা উচিত যে গাড়ি ধোয়ার সময় ডিটারজেন্ট পাওডারের ব্যবহার করা যাবে না। ডিটারজেন্টে থাকা কেমিক্যাল গাড়ির রঙকে প্রভাবিত করে। কার ওয়াশ করার সময় ডিটারজেন্টের জায়গায় শ্যাম্পু ব্যবহার করা উচিত কারণ এটি গাড়ির ক্ষতি করে না। চাইলে নিজেরা গাড়ি না ধুয়ে যথাযথ যত্ন নেয়, এমন কোনও সেন্টারেও পাঠানো যায়। এছাড়া, বৃষ্টির পর গাড়ি মোছার জন্য সুতির কাপড় ব্যবহার করা উচিত। না হলে গাড়ির গায়ে দাগ পড়ে যেতে পারে।
advertisement
আরও পড়ুন: ইডি, সিবিআই তদন্তের মাঝেই d.el.ed কলেজ গুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠক, নজরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ
আরও পড়ুন: বিপর্যয়ে বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন মমতা, অভিভাবক স্নেহে শিশুকে নিলেন কোলে
কার ওয়াক্স বা পালিশ
গাড়ির ওয়াক্সিং করা খুবই জরুরি কারণ সূর্যের আলোর কারণ গাড়ির রঙ খারাপ হতে শুরু করে এবং ওয়াক্স তা থেকে গাড়িকে রক্ষা করে। গাড়ির ওপরে সরাসরি সূর্যের আলো পড়লে গাড়ির রঙ ক্ষয় হতে শুরু করে। ওয়াক্সিং করা থাকলে সূর্যের আলোর কোনও প্রভাব পড়ে না এবং গাড়ি বছরের পর বছর নতুনের মতো থাকে।
এছাড়া, গাড়ির উপর আল্ট্রাভায়োলেট ইউভি সুরক্ষা যুক্ত পলিশও করা যেতে পারে যা গাড়িকে সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাবে। এতে গাড়ি অনেক উজ্জ্বল ও নতুনের মতো চকচক দেখাবে।