TRENDING:

Income Tax Return: আয়কর ফাইলে কম রিফান্ড পেয়েছেন? জেনে কীভাবে পাবেন সম্পূর্ণ টাকা!

Last Updated:

এই বছর রিফান্ডের ক্ষেত্রে অনেকেই সমস্যার মুখোমুখি হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আয়কর দফতর ২০২০-২১ আর্থিক বর্ষের ইনকাম ট্যাক্স (Income Tax Return) ফাইল করার করার মেয়াদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থির করেছিল। যাঁরা মেয়াদের মধ্যে কর জমা দিয়েছেন তাঁরা ইতিমধ্যেই ইনকাম ট্যাক্স রিফান্ড পেয়ে গিয়েছেন। রিফান্ড আসার পর অনেকেই অভিযোগ করছেন যে এবছর করদাতারা কম রিফান্ড পেয়েছেন। এর কারণ হল এই বছর আইটিআর পোর্টালে (ITR Portal) পরিবর্তন করা হয় যার ফলে পোর্টালটি অনেক করদাতার নথিগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেনি। এই কারণেই এই বছর রিফান্ডের ক্ষেত্রে অনেকেই সমস্যার মুখোমুখি হয়েছেন।
advertisement

কিছু কিছু সেগমেন্টের ক্ষেত্রে পুরনো এবং নতুন পোর্টালে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে যাঁরা পুরনো ফর্ম অনুযায়ী ইনকাম ট্যাক্স ফাইল করেছেন তাঁরা কম রিফান্ড পেয়েছেন। পুরনো নিয়ম অনুযায়ী আয়কর জমা দেওয়া পোর্টাল তাদের ডিডাকশন, আয় এবং টিডিএস সম্পর্কিত সমস্ত তথ্য সিস্টেমে রেজিস্টার করতে পারেনি।

আরও পড়ুন: ১১ লক্ষ ৪৯ হাজার সুবিধাভোগী পাবেন প্রধানমন্ত্রী আবাসন যোজনার প্রথম কিস্তি! কারা রয়েছেন এই তালিকায়?

advertisement

সম্পূর্ণ রিফান্ড পেতে কী করতে হবে?

এই পরিস্থিতিতে সম্পূর্ণ রিফান্ড পেতে করদাতাদের আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে আইটিআর সংশোধন (ITR Rectification) করতে হবে। এর জন্য কর প্রদানকারীকে ইনকাম ট্যাক্স রিটার্ন পোর্টালে গিয়ে আইটিআর ফাইলিং সংশোধন করতে হবে। কীভাবে সংশোধন করা যাবে তার সম্পূর্ণ প্রক্রিয়ে নিচে দেওয়া হল-

সবেচেয়ে প্রথমে ইনকাম ট্যাক্স আধিকারিক ওয়েবসাইটে ভিজিট করে সঠিক তথ্য প্রদান করে লগ ইন করতে হবে। ইনকাম ট্যাক্স ওয়েবসাইট- https://eportal.incometax.gov.in ৷

advertisement

আরও পড়ুন: অনলাইনে বিক্রি হচ্ছে নকল ‘ভার্জিনিটি’, বিবাহিতদের ১৫ মিনিটে করে দেবে কুমারী

এরপর ই-ফাইল অপশনটি বেছে নিতে হবে। একটি ড্রপ ডাউন মেনু আসবে এবং সেই তালিকা থেকে রেক্টিফিকেশন অপশন সিলেক্ট করতে হবে।

করদাতা যে অর্ডার সংশোধন করতে চান সেটি এই তালিকা থেকে বেছে নিতে হবে। কোন বর্ষের ট্যাক্স রেক্টিফাই করতে চান সেই ফিনান্সিয়াল ইয়ারটি সিলেক্ট করতে হবে। এরপর কান্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী পদক্ষপে যেতে হবে।

advertisement

এই পেজে রিকুয়েস্ট টাইপ অপশনে সিলেক্ট করতে হবে। এরপর কী কারণে আইটিআর রেক্টিফাই করতে চান তা উল্লেখ করতে হবে। পরবর্তী পদক্ষেপে সমস্ত প্রাসঙ্গিক নথি আপলোড করতে হবে।

আরও পড়ুন: এখনও একাধিক শহরে ১০০ টাকার বেশি পেট্রোলের দাম, দেখে নিন কলকাতায় কত

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সমস্ত নথি আপলোড হয়ে গেলে আবেদনটিকে সাবমিট অপশনে ক্লিক করে জমা দিতে হবে। এরপর ইনকাম ট্যাক্স বিভাগের তরফে আইটিআর রেক্টিফিকেশন আবেদনকে রিভিউ করা হবে এবং যোগ্য হলে সম্পূর্ণ রিফান্ড কর প্রদানকারীকে ফেরত দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax Return: আয়কর ফাইলে কম রিফান্ড পেয়েছেন? জেনে কীভাবে পাবেন সম্পূর্ণ টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল